চরভদ্রাসন (ফরিদপুর) প্রতিনিধি ঃ–
ফরিদপুরের চরভদ্রাসন উপজেলা পদ্মা নদীতে রোববার দিনভর মৎস্য ও প্রানিসম্পদ মন্ত্রনালয়ের যুগ্ন-সচিব শাহীনা ফেরদৌসীর নেতৃত্বে ইলিশ সংরক্ষণ অভিযান পরিচালিত হয়েছে। অভিযানে প্রজনন মৌসুমে ইলিশ নীধনের দায়ে দশ জেলেকে আটক করে তাদের বিরুদ্ধে নিয়মিত মামলা দায়েরের জন্য ফরিদপুর নৌ-পুলিশের হাতে সোপার্দ করা হয়েছে। আটককৃত জেলেরা হলো-সুমন জমাদ্দার (৩৫) নুরু জমাদ্দার (৪৫) বাচ্চু বেপারী (৩০) আব্দুর রহমান (১৮) জামান সেক (৪০) শহীদ বেপারী
(২৫) ইলিয়াছ শিকদার (৫০) আইয়ুব আলী শিকদার (৬০) আমিরুল প্রামানিক (৩২) ও মতিন সেক (৪৫)।
অভিযানের অন্যান্যরা হলেন-জেলা মৎস্য কর্মকর্তা প্রশান্ত কুমার সরকার, সিনিয়র সহকারি পরিচালক বিজন কুমার নন্দী, উপ-সহকারি পরিচালক শবনম মুস্তারী, উপজেলা মৎস্য অফিসার এসএম মাহমুদুল হাসান, উপজেলা সহকারি মৎস্য
অফিসার জুয়েল রানা, মৎস্য অফিসের ক্ষেত্র সহকারী শামিম আরফিন সহ ফরিদপুর নৌ-পুলিশ ও চরভদ্রাসন থানা পুলিশের সদস্যবৃন্দ। অভিযানে এক লক্ষ দশ হাজার মিটার কারেন্টজাল জব্দের পর তা আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয় এবং দুই কেজি ইলিশ মাছ দুস্থদের মাঝে বিতরন করা হয়।
জানা যায়, ওই দিন উপজেলা পদ্মা নদীর দিয়ারা গোপালপুর সহ বিভিন্ন জলমহালে এবং পার্শ্ববতী সদরপুর উপজেলার দিয়ারা নারিকেল বাড়ীয়া চর, আকোটেরচর, শয়তানখালী, চর নাসিরপুর ও আড়িয়াল খা নদীর বিভিন্ন পয়েন্টে অভিযান পরিচালনা করেন মৎস্য ও প্রানিসম্পদ মন্ত্রনালয়ের কর্মকর্তারা। অভিযানে দশ
জেলেকে আটক, এক লক্ষ দশ হাজার মিটার কারেন্টজাল ও দুই কেজি ইলিশ মাছ জব্দ করা হয়।