ফরিদপুরে বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন করলেন ড. যশোদা জীবন দেবনাথ
বিজয় পোদ্দার, ফরিদপুর
প্রকাশিতঃ 4 বছর আগে
346 বার দেখা হয়েছে
০
আজ ২৩ অক্টোবর শুক্রবার সারাদিন ও রাতে ফরিদপুর জেলার বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন ও মন্দিরগুলোতে আর্থিক সহযোগিতা প্রদান করেছেন ফরিদপুর জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি শিল্পপতি ড. যশোদা জীবন দেবনাথ সিআইপি।
সন্ধ্যায় তিনি ফরিদপুরের ঐতিহ্যবাহী জমিদার পরিবার সিকদার বাড়ীর দূর্গা মন্দির পরিদর্শনে গেলে তাকে অভ্যর্থনা জানান কানাইপুর ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক বিশিষ্ট ব্যবসায়ী রতন সিকদার নিতাই, বিশিষ্ট শিক্ষানুরাগী সুবির সিকদারসহ এলাকার সর্বস্তরের মানুষ।
তিনি ফরিদপুরের মানুষের জন্য নিঃস্বার্থভাবে সেবামূলক কর্মকান্ড করে যাওয়ার অঙ্গীকার ব্যক্ত করেন। সম্প্রতি মহামারী করোনা ভাইরাসে বিভিন্ন মানুষের মৃত্যুতে সৎকারে প্রথম দিকে কেউ এগিয়ে না আসায় তিনি তার মানবিক মনের সম্প্রসারণ ঘটিয়ে সৎকার কাজে ব্যাপক অর্থ সাহায্য ও লাশ বহনের একটি আধুনিক মটরযান স্বর্গ রথ প্রদান করেন।