‘প্রতিবছর ঈদ আসে আমাদের জীবনে আনন্দ আর সীমাহীন প্রেম প্রীতি ও কল্যাণের বার্তা নিয়ে। তাই এ দিন সকল কলুষতাকে ধুয়ে মুছে হিংসা বিদ্বেষ ভুলে পরস্পর প্রীতির বন্ধনে আবদ্ধ হবো ৷”
এভাবেই ঈদের শুভেচ্ছা বার্তা পাঠিয়েছেন কুষ্টিয়া নাগরিক পরিষদের সভাপতি সাইফুদ দৌলা তরুন কুষ্টিয়া জেলার কৃতী সন্তান এবং বিশিষ্ট সমাজসেবক ও বঙ্গবন্ধুর অাদর্শের সৈনিক।
সাইফুদ দৌলা তরুন কুষ্টিয়া জেলা বাসীকে তথা দেশের সকল ধর্মপ্রান মুসলমানদের এক শুভেচ্ছা বার্তায় ঈদ মোবারক জানিয়ে বলেন, “মুসলিম জীবনে ঈদ স্রষ্টার এক অমূল্য নিয়ামত। ঈদ এলেই খুশির বান ডাকে মুসলিম জাহানে। সন্ধ্যায় পশ্চিমাকাশে শাওয়াল মাসের নূতন চাঁদ দেখা দিলে পবিত্র ঈদুল ফিতরের সেই খুশির আমেজ ছড়িয়ে পড়িবে সারা বাংলাদেশে।
পবিত্র মাহে রমজানে রোজা, ইফতার, তারাবিহ, লাইলাতুল কদর পালন, কুরআন তিলাওয়াত, জাকাত-ফিতরা ও দান-খয়রাত প্রদান ইত্যাদি ইবাদতের মাধ্যমে তাহারা গ্রহণ করেন আত্মশুদ্ধির মহান দীক্ষা। ইহার পর ঈদুল ফিতর আসে তাহারই পূর্ণতার সুসংবাদ নিয়া। ঈদুল ফিতরের শাব্দিক অর্থ আসলে রোজা ভঙ্গের আনন্দ। এক মাস রোজা পালনের মাধ্যমে একজন রোজাদার যাবতীয় গুনাহ হইতে মুক্ত হইয়া সদ্য ভূমিষ্ঠ শিশুর ন্যায় মাসুম বা নিষ্পাপ ব্যক্তিতে পরিণত হন। ইহাতে তিনি যে আত্মিক প্রশান্তি লাভ করেন, তারই আনন্দঘন মুহূর্ত হচ্ছে ঈদুল ফিতর।
এই ঈদুল ফিতর আমাদের ন্যায়, সাম্য, ঐক্য, ভ্রাতৃত্ব, দয়া, মানবতা, সহানুভূতি ও মহামিলনের শিক্ষা দেয়। ঈদ আমাদের অন্যায়-অবিচার, ঘৃণা-বিদ্বেষ ও হানাহানি-কাটাকাটি হইতে বিরত থাকিতে বলে।
সাইফুদ দৌলা তরুন আরও বলেন, “ এবার আমরা ভিন্নভাবে পবিত্র রমজান পালন করছি। কেন করছি সেটা আপনারা জানেন। করোনাভাইরাস আমাদের মাঝে মহাবিপর্যয় হিসেবে আবির্ভূত হয়েছে। তাই তিনি কুষ্টিয়া বাসীসহ দেশের সকল জনগনের প্রতি শ্রদ্ধা জ্ঞ্যাপন করে আহব্বান জানান যেন কোন ব্যাক্তি ঈদে দূর দুরান্ত থেকে বাড়ীতে না গিয়ে যে যেখানে আছেন সেখানেই ঈদ পালন করুণ। নিজে সুস্থ থাকুন আপনার পরিবারকে সুস্থ রাখুন। যার যার সামর্থ অনুযায়ী অসহায় ও দুস্থ ভাই বোনদের সাহায্যের হাত বাড়িয়ে দিন। আল্লাহর রহমতে ও মাননীয় প্রধানমন্ত্রীর দিকনির্দেশনায় ইনশাআল্লাহ আমরা করোনাভাইরাস থেকে পরিত্রান পাবো।
জনগণের জন্য একনিষ্ঠ ভাবে কাজ করে যাচ্ছেন আমাদের জননেত্রী মানবতার মা বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা। শেখ হাসিনা ক্ষমতায় থাকলে দেশের সকল ধর্মের মানুষ শান্তিতে থাকেন নিরাপদে থাকেন তাই উন্নয়ন অগ্রগতির ধারা অব্যাহত রাখতে বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগকে ক্ষমতায় রাখতে হবে এজন্য দলের প্রতিটি নেতাকর্মীকে ঐক্যবদ্ধ থাকতে হবে,
সবশেষে তিনি বলেন , পবিত্র ঈদ এই করোনা মহামারী কাটিয়ে সবার জীবনে বয়ে আনুক অনাবিল আনন্দ, ভালবাসা এবং অপার শান্তি।