• ঢাকা
  • বৃহস্পতিবার, ১৪ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ, ২৮শে মার্চ, ২০২৪ ইং

দুই ইউপি সদস্যের চমক‘

বোয়ালমারী ও আলফাডাঙ্গায় আওয়ামী লীগের মনোনয়ন পেলেন যাঁরা

বোয়ালমারী-আলফাডাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি: ফরিদপুরের বোয়ালমারী উপজেলার ১০টি ইউনিয়নে আওয়ামী  লীগের প্রার্থী তালিকা চূড়ান্ত করা হয়েছে। আগামী ২৩ ডিসেম্বর এ ইউনিয়নগুলোতে ভোট অনুষ্ঠিত হবে। আ. লীগ সমর্থিত বর্তমান আট চেয়ারম্যানের মধ্যে এবার দলীয় মনোনয়ন পেয়েছেন মাত্র দুইজন। গতকাল মঙ্গলবার কেন্দ্রীয় আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া স্বাক্ষরিত একপত্রের মাধ্যমে বিষয়টি জানা গেছে।

উপজেলা নির্বাচন অফিস সূত্রে জানা যায়, গত ১০ নভেম্বর চতুর্থ ধাপের ইউপি নির্বাচনের তফসিল ঘোষণা করে ইসি। মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ আগামী ২৫ নভেম্বর, বাছাই ২৯ নভেম্বর, প্রার্থিতা প্রত্যাহার ৬ ডিসেম্বর, প্রতীক বরাদ্দ ৭ ডিসেম্বর এবং ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে ২৩ ডিসেম্বর।
দশ ইউনিয়নে নৌকা প্রতীকের প্রার্থীরা হলেন, বোয়ালমারী সদর ইউনিয়ন আ. লীগের সভাপতি আব্দুল ওহাব মোল্লা (তারা), চতুল ইউনিয়ন আ.লীগের সহসভাপতি খন্দকার মো. আবুল বাশার (বাসু), শেখর ইউনিয়ন আ. লীগের যুগ্ম সাধারণ সম্পাদক কামাল আহমেদ, রূপাপাতে উপজেলা সে¦চ্ছাসেবক লীগের সহসভাপতি মো. মাহব্বত আলী, পরমেশ্বরদী ইউনিয়ন আ. লীগের যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক, বর্তমান ইউপি সদস্য মো. সোলায়মান মোল্লা, গুণবহায় উপজেলা কৃষক লীগের যুগ্ম আহবায়ক মো. কামরুল ইসলাম, ময়নায় জেলা আওয়ামী মৎস্যজীবি লীগের আহবায়ক কমিটির সদস্য, ইউনিয়ন আ.লীগের সাংগঠনিক সম্পাদক, ৭ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য পলাশ বিশ্বাস, সাতৈর ইউনিয়ন আ. লীগের সাধারণ সম্পাদক মুহাম্মদ মুজিবর রহমান, দাদপুর ইউনিয়ন আ. লীগের সাধারণ সম্পাদক শেখ সাজ্জাদুর রহমান হাই ও ঘোষপুরে উপজেলা আ. লীগের কোষাধ্যক্ষ এসএম ফারুক হোসেন।
এদের মধ্যে সাতৈর ও ঘোষপুর ইউনিয়নের দলীয় প্রার্থীরা নৌকা প্রতীকের বর্তমান চেয়ারম্যান। আর বাকিরা সবাই দলীয় চেয়ারম্যান প্রার্থী হিসেবে নতুন মুখ।
উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. শাহজাহান মীরদাহ পিকুল ১০ ইউনিয়নের দলীয় প্রার্থীদের নামের তালিকা ও তাদের দলীয় পদবির বিষয়টি নিশ্চিত করেছেন।
প্রসঙ্গত, ২০১৬ সালের ২৩ এপ্রিল তারিখের নির্বাচনে এ উপজেলার ১০টি ইউনিয়ন পরিষদের মধ্যে পাঁচটিতে নৌকা প্রতীকের প্রার্থী, তিনটিতে আ. লীগের বিদ্রোহী প্রার্থী ও দুটি ইউনিয়নে ধানের শীষ প্রতীকে বিএনপির প্রার্থীরা বিজয়ী হয়েছিলেন। পরমেশ্বরদী ইউনিয়নের নৌকা প্রতীকের বর্তমান চেয়ারম্যান মো. নূরুল আলম মিনা মুকুল চলতি বছরের ২২ সেপ্টেম্বর হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মারা যান।
অপরদিকে একই তারিখে অনুষ্ঠিতব্য আলফাডাঙ্গা উপজেলার তিনটি ইউনিয়ন পরিষদ নির্বাচনে যাঁরা নৌকা পেয়েছেন তারা হলেন, পাঁচুড়িয়ায় জেলা আ. লীগের নির্বাহী সদস্য ও  বর্তমান চেয়ারম্যান এসএম মিজানুর রহমান, বানা ইউনিয়ন আ. লীগের সিনিয়র সদস্য আশরাফুজ্জামান মিয়া জিল্লু এবং টগরবন্দে উপজেলা আ. লীগের নির্বাহী সদস্য বীর মুক্তিযোদ্ধা মিয়া আসাদুজ্জামান।

ফেসবুকে লাইক দিন

তারিখ অনুযায়ী খবর

মার্চ ২০২৪
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« ফেব্রুয়ারি    
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  
দুঃখিত! কপি/পেস্ট করা থেকে বিরত থাকুন।