ঠাকুরগাঁও প্রতিনিধি:মোঃ আসাদুজ্জামান: ঠাকুরগাঁও কারাগারে মুক্তার বিল্লাহ শান্ত (৪৩) নামে এক কয়েদীর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২৩ এপ্রিল) রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
কারাগার সুত্রে জানা যায়, ঠাকুরগাঁওয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইন, খুনের মামলাসহ ৩টি বিচারাধীন মামলার আসামী ছিলেন শান্ত গত ১৯ এপ্রিল গুরুতর অসুস্থ হয়ে পড়েন। পরে তাৎক্ষণিকভাবে কারা কর্তৃপক্ষ তাকে ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে ভর্তি করে।
অবস্থার অবনতি হলে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে তাকে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে বৃহস্পতিবার মারা যান তিনি।
মুক্তার বিল্লাহ শান্ত সদর উপজেলার দক্ষিণ জগন্নাথপুর মোল্লার মোড় এলাকার রফিকুল ইসলাম রফিকের ছেলে।
ঠাকুরগাঁও কারাগারের প্রধান কর্মকর্তা (জেল সুপার) জাবেদ মেহেদি বলেন, মুক্তার বিল্লাহ শান্ত ডায়াবেটিস ও হার্টের রোগী ছিলেন। তার স্বাভাবিক মৃত্যু হয়েছে।