• ঢাকা
  • রবিবার, ৬ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ১৯শে জানুয়ারি, ২০২৫ ইং
সালথা’র বালিয়া বাজারে অগ্নিকান্ডে দোকান পুড়ে ভস্মীভূত

মনির মোল্যা, সালথা (ফরিদপুর) প্রতিনিধি:

ফরিদপুরের সালথা উপজেলায় অগ্নিকান্ডে তিনটি দোকান পুড়ে ভস্মীভূত হয়েছে। বুধবার ভোর রাতে উপজেলার বালিয়া বাজারে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। পরে সালথা ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট এক ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। আগুন লাগার খবর পেয়ে ঘটনা স্থল পরিদর্শন করেছেন সালথা থানার অফিসার ইনচার্জ আশিকুজ্জামান।

স্থানীয়রা জানায়, বুধবার ভোর রাতে হঠাৎ বালিয়া বাজারে আগুনের লেলিহান চোখে পড়ে। পড়ে এলাকাবাসী ও ফায়ার সার্ভিসের সহযোগীতায় এক ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। এসময় একটি মুদির দোকানসহ তিনটি দোকান পুড়ে ভস্মীভূত হয়। এতে দশ লক্ষ্যাধিক টাকার ক্ষতি হয়েছে।

সালথা ফায়ার সার্ভিসের এক স্টেশন কর্মকর্তা জানান, খবর পেয়ে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট এক ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে। তবে তাৎক্ষণিক আগুন লাগার সূত্রপাত জানা সম্ভব হয়নি।

২৪ নভেম্বর ২০২১

ফেসবুকে লাইক দিন

তারিখ অনুযায়ী খবর

জানুয়ারি ২০২৫
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« ডিসেম্বর    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
দুঃখিত! কপি/পেস্ট করা থেকে বিরত থাকুন।