• ঢাকা
  • বৃহস্পতিবার, ৪ঠা আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ, ১৯শে সেপ্টেম্বর, ২০২৪ ইং
ফরিদপুরে মহাষ্টমী পূজা চলছে, মন্দিরে মন্দিরে দর্শনার্থীদের ভিড়

ফরিদপুরে মহাষ্টমী পূজা চলছে, মন্দিরে মন্দিরে চলছে দর্শনার্থীদের ভিড়। সরকারি নির্দেশনা মোতাবেক মাস্ক পরিধান করে মন্দিরে মন্দিরে পূজা দেখতে আসছেন ভক্তবৃন্দ।

শারদীয় দুর্গাপূজার আজ  দ্বিতীয় দিনে মহা অষ্টমী পূজা চলছে। আর তাতে মন্দিরে মন্দিরে ভক্তদের যথেষ্ট ভীড় লক্ষ করা গেছে। শহর ও শহরতলীর বিভিন্ন মন্দিরে মন্দিরে অঞ্জলি দিতে হাজার ভক্তের  সমবেত হচ্ছে।

এছাড়া শহরের শ্রীরামকৃষ্ণ মন্দির আশ্রমে কুমারী পূজা অনুষ্ঠিত হয়। শারদীয় দুর্গাপূজার মহাষ্টমীতে অঞ্জলি প্রদান অনুষ্ঠান শুরু হয় সকাল ৮ টা থেকে । কিন্তু ভক্ত বৃন্দকে নির্ধারিত সময়ের অনেক আগেই মন্দিরে উপস্থিত থেকে অঞ্জলি প্রদান এর প্রস্তুতি নিতে দেখা গেছে করতে দেখা গেছে।

এসব মন্দিরে বিভিন্ন বয়সের ভক্তবৃন্দের সমাগম হয়। অঞ্জলি প্রদান শেষে প্রসাদ বিতরণ করা হয়। এদিকে বিকেলে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বৈকালী পূজার আয়োজন করা হচ্ছে। তাতে উল্লেখযোগ্য সংখ্যক ভক্তবৃন্দ উপস্থিত থাকবে বলে আশা করা যাচ্ছে।

এদিকে বৈরী আবহাওয়ার কারণে দুর্গাপূজার প্রথম দিনে বিভিন্ন মন্দিরে লোক সমাগম কম হলেও মহা অষ্টমীর দিন থেকেই আবহাওয়া কিছুটা ভালো হওয়ায় তা অনেকটা কেটে উঠেছে। ফলে ভক্তবৃন্দ বিভিন্ন মন্দিরে ঘোরার পাশাপাশি ঠাকুর দেখা শুরু করেছেন। ফরিদপুর শহরে এবছর মোট ৮৪ টি মন্দিরে দুর্গাপূজা অনুষ্ঠিত হচ্ছে। এ সংবাদ লেখা পর্যন্ত এখনো বিভিন্ন মন্দিরে অঞ্জলি প্রদান অনুষ্ঠান চলছিল।

ফেসবুকে লাইক দিন

তারিখ অনুযায়ী খবর

সেপ্টেম্বর ২০২৪
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« আগষ্ট    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
দুঃখিত! কপি/পেস্ট করা থেকে বিরত থাকুন।