ডাক্তারদের মাঝে “ফেস শিল্ড” বিতরণ করেছে রোটারী ক্লাব অব ফরিদপুর
করোনাভাইরাস (কোভিড-১৯) এর বৈশ্বিক মহামারীর বিস্তার রোধে রোটারী ইন্টারন্যাশনাল ৩২৮১ পিডিজি শ্যাম শওকত হোসেন এর সহযোগিতায় রোটারী ক্লাব অব ফরিদপুরের উদ্যোগে ফরিদপুরের দুইটি হাসপাতালের মাঝে ফেস শিল্ড বিতরণ করা হয়। বিশ্বব্যাপী ছড়িয়ে পড়া করোনাভাইরাসের সংক্রামণ থেকে সুরক্ষার জন্য শনিবার ফরিদপুর ডাঃ জাহেদ মেমোরিয়াল শিশু হসপিটাল (দ্বিতীয় পর্যায়ে) ও ডায়াবেটিক এ্যাসোসিয়েশন মেডিকেল কলেজ এন্ড হাসপাতালে ডাক্তারদের মাঝে “ফেস শিল্ড” বিতরণ করা হয়।
রোটারী ক্লাব অব ফরিদপুরের প্রেসিডেন্ট নাজমা আক্তার ডা. জাহাঙ্গীর হোসেন চৌধুরী টিটোর হাতে ফেস শিল্ড তুলে দেন।