কুমিল্লা দেবীদ্বারে স্বপ্নসিড়িঁ ফাউন্ডেশনের ৩২টি বেদে পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ
বৈশ্বিক মহামারী করোনা মোকাবেলা ও পবিত্র ঈদুল ফিতরকে কেন্দ্র করে স্বপ্নসিড়িঁ ফাউন্ডেশনের সভাপতি উপজেলা ছাত্রলীগের আহবায়ক সাংবাদিক ইকবাল হোসেন রুবেল’র উপস্থিতে পৌরসভার গুনাইঘর,বারেরা,সাইলচর,
নিউমার্কেট এলাকায় বসবাসরত ৩২ টি বেদে পরিবারের মাঝে ১৫ কেজি চাল, ৫ লিটার তেল,২ কেজি সেমাই,১টা দুধের কোটা,১কেজি চিনি, কিসমিসসহ নিত্য প্রযোজনীয় ঈদ সামগ্রী বিতরন করা হয়।
বিতরণকালে স্বপ্নসিড়িঁ ফাউন্ডেশন’র সভাপতি ইকবাল হোসেন রুবেল জানান, ওই ফাউন্ডেশনের শুরু থেকেই আমরা অসহায়দের পাশে দাড়িয়ে কাজ করে যাচ্ছি,
অসহায়ত্ব মানুষদের মাঝে রিক্সা, শীতকালীন সময়ে শীতবস্ত্র বিতরনসহ সকল সামাজিক কার্যক্রমে মানুষের পাশে এগিয়ে আসার চেস্টা করি, তারই ধারাবাহিকতায় করোনা যুদ্ধ মোকাবেলায় বেদে পরিবারসহ কর্মহীনদের সহায়তায় আমাদের চেস্টা অব্যাহত থাকবে।