চরভদ্রাসনে ভূবেনশ্বর নদী থেকে অবৈধ বাঁধ ও জাল অপসারন ভ্রাম্যমান আদালতের
ফরিদপুরের চরভদ্রাসনে ভূবেনশ্বর নদী থেকে অবৈধ বাঁধ ও ভেসাল জাল অপসারন করেছে ভ্রাম্যমান আদালত।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, মঙ্গলবার সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা জেসমিন সুলতানা ও উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ইমদাদুল হক তালুকদার এর নেতৃত্বে ভ্রাম্যমান আদালত অভিযান চালিয়ে ভূবেনশ্বর নদী থেকে ৫টি আড়াআড়ি বাধঁ ও একটি অবৈধ ভেসাল জাল অপসারন করেন।
অভিযানে অন্যান্যরা হলেন, উপজেলা সহকারি মৎস্য কর্মকর্তা মো. আব্দুল মান্নাফ, ক্ষেত্র সহকারি মো. শামিম আরেফিন ও মোবাইল কোর্ট পেশকার মো. মানোয়ার হোসেন।