• ঢাকা
  • শনিবার, ২৬শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ৮ই ফেব্রুয়ারি, ২০২৫ ইং
ঢাকা থেকে চুরি হওয়া ৩৬ হাজার ২০০ ডলার ভাঙ্গায় উদ্ধার। আটক-১

মোঃ রমজান সিকদার,
ভাঙ্গা (ফরিদপুর) সংবাদদাতা -২৪/০৫/২০২৪

রাজধানী ঢাকার বসুন্ধরা এলাকা থেকে চুরি হওয়া ৩৬ হাজার ২০০ মার্কিন ডলার উদ্ধার করেছে ভাঙ্গা থানা পুলিশ। বৃহস্পতিবার সন্ধ্যায় অভিযোগের ভিত্তিতে ভাঙ্গা থানা পুলিশ ডলার চোর মেহেদী হাসান তামিমের (২৭) গ্ৰামের বাড়ী ভাঙ্গা পৌরসভার রায়পাড়া সদরদীতে অভিযান চালায়। এসময় তামিমের দেয়া তথ্যের ভিত্তিতে তাদের টয়লেটের সেফটি ট্যাংকির ভেতর থেকে ডলার গুলো উদ্ধার করা হয়। মেহেদী হাসান তামিম ভাঙ্গা উপজেলার পৌরসভার রায়পাড়া সদরদী গ্রামের মৃত আলতাফ কাজীর ছেলে ।
এ বিষয় ভাঙ্গা থানার উপপরিদর্শক মনির হোসেন জানান, আসামি মেহেদী হাসান তামিম ঢাকায় ইলেকট্রিক মিস্ত্রির কাজ করত। গত ২২ মে বসুন্ধরা গ্রুপের ইঞ্জিনিয়ার এস,এম তৌহিদুজ্জামানের বাসায় বিদ্যুতের কাজ করতে যায় তামিম । কাজ করার এক ফাঁকে ইঞ্জিনিয়ারে বাসায় রাখা ছিল ৩৬ হাজার ২০০ (ইউএস) ডলার চুরি করে পালিয়ে যায় তামিম। যাহা বাংলা টাকায় প্রায় ৪২ লক্ষ টাকা। তামিম ডলার চুরি করে কৌশলে ডলার নিয়ে গ্রামের বাড়ী ভাঙ্গায় চলে আসে। পরে তৌহিদুজ্জামান ঢাকার বসুন্ধরা এলাকায় পুলিশের কাছে অভিযোগ করেন। লিখিত অভিযোগের ভিত্তিতে বৃহস্পতিবার সন্ধ্যায় তামিমের গ্ৰামের বাড়ি রায়পাড়া সদরদী অভিযান চালিয়ে মেহেদী হাসান তামিমকে আটক করে তার দেয়া তথ্য মতে বাড়ির টয়লেটের সেফটি ট্যাংকির মধ্যে লুকিয়ে রাখা ৩৬ হাজার ২০০ ডলার উদ্ধার করা হয়। আসামির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে।

ফেসবুকে লাইক দিন

তারিখ অনুযায়ী খবর

ফেব্রুয়ারি ২০২৫
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« জানুয়ারি    
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
দুঃখিত! কপি/পেস্ট করা থেকে বিরত থাকুন।