• ঢাকা
  • মঙ্গলবার, ২৬শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ, ১০ই ডিসেম্বর, ২০২৪ ইং
শিমুলিয়া ঘাটে ঈদ ঘরমুখো মানুষের চাপ

সুমন ভূইয়াঃ পবিত্র ঈদ-উল-ফিতরে আপনজনদের সঙ্গে ঈদ উৎসব করতে গ্রামের বাড়ী ফিরছে দক্ষিণাঞ্চলের ২৩ জেলার মানুষ। রোববার সকাল থেকে শিমুলিয়া ঘাটে ঈদ ঘরমুখো মানুষের ঢল পড়েছে। ভোর থেকেই পদ্মা পাড়ি দিতে আসছে রাজধানী ঢাকাসহ আশপাশ এলাকায় থাকা অনেক যাত্রী। ফেরিগুলোতে সামাজিক দূরত্ব ও স্বাস্থ্যবিধি না মেনে গাদাগাদি করে যাত্রীদের গন্তব্যে যেতে দেখা গেছে। সবগুলো ফেরিগুলোতেই যাত্রীদের উপস্থিতি অনেক বেশি । স্পিডবোট বন্ধ থাকার কথা থাকলেও সেগুলো চলাচল করতে দেখা গেছে। বিআইডব্লিউটিসি’র শিমুলিয়া ঘাটের সহকারী ব্যবস্থাপক (বাণিজ্য) মোহাম্মদ ফয়সাল জানান, শিমুলিয়া-কাঁঠালবাড়ী নৌরুটে ৪টি রো রোসহ ১৫টি ফেরি চলাচল করছে। মাওয়া নৌ-ফাঁড়ির ইনচার্জ জানান, যাত্রীরা স্বাস্থ্য বিধি ও সামাজিক দুরত্ব বজায় রেখে নৌরুট পারাপার হউক-এই বিষয়টিকে গুরুত্ব দিয়ে শিমুলিয়া ঘাটে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা দায়িত্ব পালন করছে। ভোর থেকেই যাত্রীদের অনেক চাপ রয়েছে ,শিমুলিয়া ঘাটে ঈদ ঘরমুখো মানুষের ।

ফেসবুকে লাইক দিন

তারিখ অনুযায়ী খবর

ডিসেম্বর ২০২৪
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« নভেম্বর    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১  
দুঃখিত! কপি/পেস্ট করা থেকে বিরত থাকুন।