বকশীগঞ্জ পাখিমারা সরকার বাড়ি ভিন্ন রুপে ঈদ উপহার বিতরন
৭ম বারের মতো বৈশ্বিক মহামারী করোনায় কর্মহীনদের মাঝে ধারাবাহিকভাবে আবারও সরকার রাসেলের নেতৃত্বে ঈদের খাদ্য সামগ্রী বিতরন করা হয় । আহসানুল আলম সজন কাকার আর্থিক সহযোগিতায় ২০০ পরিবারের মাঝে ঈদ খাদ্য সামগ্রী বিতরণ করেন সরকার রাসেল।
ডক্টর মতিউল আলম ও মিসেস আফসারি আলমের বড় ছেলে এবং শিক্ষাবিদ আলহাজ্ব মোঃ মইনুদ্দিন এবং মিসেস খাতুননেসা খাতুনের নাতি। আহসানুল আলম সজন দ্বৈত নাগরিকত্ব, বাংলাদেশী এবং কানাডিয়ান । তাঁর দাদা-দাদির এবং বাড়ির মানুষদের প্রতি শ্রদ্ধা জানিয়ে তাঁর বর্ধিত পরিবার এবং অন্যদের ভালবাসার জন্য তিনি করোনা ভাইরাস -১৯) মহামারীজনিত কারণে খাদ্য সরবরাহের মারাত্মক ঘাটতির সম্মুখীন হওয়া গ্রামের মানুষকে সেবা করতে তাঁর হাত বাড়িয়ে দিয়েছেন ।