• ঢাকা
  • রবিবার, ২৮শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ, ১৩ই অক্টোবর, ২০২৪ ইং
ফরিদপুর বর্তমানে শনাক্তের পিকে অবস্থান করছে – সিভিল সার্জন

বর্তমানে প্রতিদিন শতাধিক ব্যক্তির করোনা ভাইরাস শনাক্ত হচ্ছে ফরিদপুরে। এ উলম্ফন দেখা দিয়েছে গত ৭ জুন থেকে। কোন কোন দিন ১২৫ থেকে ১২৯ জনেরও করোনাভাইরাস শনাক্ত হয়েছে। অথচ আগে শনাক্তের সংখ্যা ২৫ থেকে ৪০ এর মধ্যে সীমাবদ্ধ থাকতো।

ফরিদপুরে প্রথম করোনা রোগী শনাক্ত হয় ১৩ এপ্রিল। সেই থেকে গত মঙ্গলবার পর্যন্ত ফরিদপুরে মোট করোনা রোগী শানক্ত হয়েছে ৪ হাজার ১৯১ জন। এর মধ্যে সুস্থ্য হয়েছেন ১ হাজার ৬০৮জন। এ পর্যন্ত মৃত্যুবরণ করেছেন ৩৮জন। বর্তমানে করোনা ডেডিকেটেড হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ৫৬ জন। বাকিরা নিজ বাড়িতে চিকিৎসা নিচ্ছেন।
ফরিদপুরের সিভিল সার্জন ডাঃ ছিদ্দীকুর রহমান বলেন, ঢাকা-নারায়নগঞ্জসহ করোনাপ্রবণ এলাকার লোকদের অবাধে এ জেলায় প্রবেশ, সামাজিক দূরত্ব না মানা, ম্যাক্স ব্যবহারসহ স্বাস্থ্য বিধি মানায় অনীহা ও উদাসীনতার কারনে ফরিদপুরে করোনা শনাক্তের হার বাড়ছে।

তিনি বলেন, তারা ধারনা ফরিদপুর বর্তমানে শনাক্তের পিকে অবস্থান করছে। এ অবস্থা আরও এক থেকে দুই সপ্তাহ স্থায়ী হবে বলে তার ধারনা। তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, এর পরে শনাক্তের হার কমে আসবে। সংবাদ সুত্র ঃ ভয়েস অব ফরিদপুর।

ফেসবুকে লাইক দিন

তারিখ অনুযায়ী খবর

অক্টোবর ২০২৪
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« সেপ্টেম্বর    
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
দুঃখিত! কপি/পেস্ট করা থেকে বিরত থাকুন।