নিরঞ্জন মিত্র (নিরু) ( ফরিদপুর জেলা প্রতিনিধিঃ
“নিরাপদ মাছে ভরবো দেশ বঙ্গবন্ধুর বাংলাদেশ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে ফরিদপুরে নানা কর্মসূচির মধ্যে দিয়ে জাতীয় মৎস্য সপ্তাহ-২০২২ উদযাপন অনুষ্ঠিত হয়েছে।
দিবসটি উদযাপন উপলক্ষে ফরিদপুর জেলা প্রশাসন ও জেলা মৎস্য অধিদপ্তরের আয়োজনে, (২৪ জুলাই) রবিবার সকাল সাড়ে ১০ টায় জেলা প্রশাসকের কার্যালয় সামনে থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পুনরায় জেলা প্রশাসকের কার্যালয় গিয়ে শেষ হয়। র্যালি শেষে সকাল ১১ টায় জেলা প্রশাসকের বাংলায় পুকুর ঘাটলায় পোনা মাছ অবমুক্ত করেন অতিথিরা।
এরপর সকাল সাড়ে ১১ টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে মৎস্য সপ্তাহ উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক অতুল সরকার। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, বর্তমানে মৎস্য উৎপাদনে বাংলাদেশের অবস্থান চতুর্থ স্থানে রয়েছে। জাতীয় অর্থনৈতিক উন্নয়ন, পুষ্টির চাহিদা পূরণ, বৈদেশিক মুদ্রা অর্জন ও দারিদ্র্য বিমোচনে দেশের গুরুত্ব অনেক বেশি।
আমাদের মৎস্য খাতকে উন্নত রাখতে হবে। মাছ চাষে আরো বেগবান হতে হবে। তিনি বলেন, যেসব খাল নালা অকার্যকর হয়ে রয়েছে, সেগুলোর উপর নজর দিয়ে মাছ চাষ শুরু করতে হবে। কোন মতেও যেনো অকার্য না হয়ে পড়ে থাকে বলে জানান জেলা প্রশাসকল।
ফরিদপুর জেলা মৎস্য কর্মকর্তা কৃষিবিদ প্রশান্ত কুমার সরকার এর সভাপতিত্বে, সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন পৌর মেয়র অমিতাভ বোস, অতিরিক্ত পুলিশ সুপার মোঃ হেলালউদ্দিন ভূইয়া, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুর রাজ্জাক মোল্লা।
সভায় আরও বক্তব্য রাখেন সরকারি ইয়াছিন কলেজের অধ্যক্ষ প্রফেসর শীলা রানী মন্ডল, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক কৃষিবিদ ড. হজরত আলী, অধ্যক্ষ বিচিত্র কুমার সরকার, শিক্ষাবিদ ও সাংবাদিক প্রফেসর মোঃ শাহজাহান, প্রথম আলো পত্রিকার জেলা প্রতিনিধি সাংবাদিক পান্না বালা, রাসিন সংস্থার নির্বাহী পরিচালক নারী নেত্রী আসমা আক্তার মুক্তা, এফডিএ’র নির্বাহী পরিচালক মোঃ আজহারুল ইসলাম, জেলা মৎস্যজীবী লীগের সদস্য সচিব মোঃ ফরিদ মিয়া, জেলা মৎস্য চাষী সভাপতি হাসিবুল আলম সিদ্দিকী লীমন প্রমূখ।
সভায় স্বাগত বক্তব্য রাখেন জেলা মৎস্য কার্যালয়ের সিনিয়র সহকারী পরিচালক বিজন কুমার নন্দী।
সভায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন সদর উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মোছাঃ শিরীন শারমিন খাঁন, জেলা মৎস্য লীগের যুগ্ন আহবায়ক উত্তম কুমার মালো, মহিদুল ইসলাম, জেলা সদস্য সাইফুল কবির রাসেল, মোঃ শাহীনুজ্জামান, শহর মৎস্যজীবী লীগের আহবায়ক মন্তস সাহা, যুগ্ম আহবায়ক প্রভাস চৌধুরী, সদর থানা মৎস্যজীবী লীগের আহবায়ক রবি চৌধুরী, সমর কুমার মালো, খায়রুল আলম পিকু, মধুখালী পৌর মৎস্যজীবী লীগের আহবায়ক মোঃ রায়হানুল হক,
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মৎস্য প্রশিক্ষণ ও সম্প্রসারণ কেন্দ্রের প্রশিক্ষক শবনম মুশতারী।
এসময় বিভিন্ন দপ্তরের সরকারি বেসরকারি কর্মকর্তাগণ, রাজনৈতিক নেতৃবৃন্দ, মৎস্যজীবী প্রতিনিধিগণ ও প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়া সাংবাদিক বৃন্দ উপস্থিত ছিলেন।