কবির হোসেন,আলফাডাঙ্গা(ফরিদপুর) প্রতিনিধি:বর্তমান পরিস্থিতি ভয়াবহ ঝুঁকি রয়েছে। মৃত্যুর গন্ধ যেন সারা বিশ্বে। মহামারি ভাইরাস ক্ষমা করতে শিখেনি। ঠিক এ সময়ে করোনায় মোকাবেলায় মাঠে আছেন ফরিদপুরের আলফাডাঙ্গার ইউএনও
প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশ, দায়িত্ব ও দেশপ্রেম থেকেই প্রতিদিনই অভিযানে যাচ্ছে, মাঠে থাকছে উপজেলা নির্বাহী অফিসার মো. রাশেদুর রহমান।
ফরিদপুর জেলা প্রশাসকের নির্দেশনা মতে, তিনি সার্বক্ষনিক মাঠে থাকছেন। উপজেলার বাজার এবং বিভিন্ন অঞ্চলের বাজার ব্যবস্থাপনা মনিটরিং, সামাজিক দূরত্ব নিশ্চিত করা, মানুষকে সচেতন করায় নিয়মিত ঝুঁকি নিয়ে কাজ করে যাচ্ছেন উপজেলা প্রশাসনের এই কর্মকর্তা। কখনও ত্রাণ নিয়ে বাড়িতে বাড়িতে নিজেই গিয়ে পৌছায় দিচ্ছেন।
ইউএনও মো. রাশেদুর রহমান বলেন, ঝুঁকিতো আছেই, তবুও তো মানুষকে সচেতন করতে হবে। মানুষের পাঁশে থাকতে হবে। সবার মধ্যে সচেতনতার বার্তা পৌঁছে না দিলে তো সংক্রমণ আরো বেড়ে যাবে। মাঠে আছি, থাকব। ইনশাআল্লাহ।