উপ-সহকারী কৃষি কর্মকর্তা পদে প্যানেল নিয়োগের দাবিতে ফরিদপুরে মানববন্ধন করেছে ডিপ্লোমা কৃষিবিদ অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ও নিয়োগ বঞ্চিত ছাত্র-ছাত্রীরা। ৩০টি জেলায় একযোগে কর্মসূচী পালনের অংশ হিসেবে আজ বুধবার সকাল ১১টার দিকে ফরিদপুর প্রেসক্লাবের সামনে মুজিব সড়কে প্রায় আধঘন্টাব্যাপী এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
এসময় লিখিত বক্তব্য দেন অ্যাসোসিয়েশনের ফরিদপুর জেলা কমিটির সাধারণ সম্পাদক মো. আনিসুর রহমান। উপস্হিত ছিলেন জেলা কমিটির সভাপতি জাকিয়া সুলতানা, সহ-সভাপতি রইচউদ্দিন, সহ-সাধারণ সম্পাদক আল-আমীন হোসেন, প্রচার সম্পাদক জাহাঙ্গীর হোসেন প্রমুখ।
লিখিত বক্তব্যে তারা বলেন, ১ হাজার ৬৫০ টি পদে উপ-সহকারী কৃষি কর্মকর্তা নিয়োগ-২০১৮ প্রক্রিয়ায় জেলা কোঠা মানা হয়নি। কিছু কিছু জেলায় কোন প্রার্থীরী নিয়োগ পাননি। আবার কিছু জেলায় একাধিক প্রার্থীকেকে নিয়োগ দেয়া হয়েছে। এছাড়াও ভাইবাতে সঠিক মূল্যায়ন হয়নি, বেশীর ভাগ মেধাবী শিক্ষার্থীদের ভাইবা থেকে বাদ দেয়া হয়েছে দুর্নীতির মাধ্যমে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হয়েছে বলে দাবী তাদের।
বৈষম্যের শিকার হয়ে ইতিমধ্যে একজন চাকরী প্রার্থী আত্মহত্যা করেছেন। অনেকে চরম হতাশায় ভুগছেন। তারা সাম্প্রতিক করোনা ভাইরাসের কারণে সৃষ্ট সম্ভাব্য দুযোর্গ মোকাবেলায় কৃষি খাতকে সরকারের গুরুত্ব দেয়ার বিষয়টি তুলে ধরে বঞ্চিতদের ৩ হাজার ৪৬৪ জনকে প্যানেল করে নিয়োগ দেয়ার জোর দাবি জানান।