• ঢাকা
  • বৃহস্পতিবার, ৩০শে কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ, ১৪ই নভেম্বর, ২০২৪ ইং
বোয়ালমারীতে রাস্তায় ধানের চারা লাগিয়ে প্রতিবাদ

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার শেখর ইউনিয়নের ছত্রকান্দা গ্রামে প্রায় দুই কিলোমিটার কাঁচা রাস্তা পাকা করণের দাবিতে রোববার বিকেলে ধানের চারা লাগিয়ে প্রতিবাদ জানিয়েছে এলাকাবাসী। ‘ছত্রকান্দা বটতলা হতে শেখপুর বিশ্বাসবাড়ি মসজিদ পর্যন্তু’ রাস্তাটি দীর্ঘদিনেও পাকা না হওয়ায় দুর্ভোগে পড়েছে হাজারো মানুষ। এ গ্রামে বাংলাদেশ সরকারের গনপূর্ত মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. হেমায়েত হোসেনের গ্রামের বাড়ি রয়েছে। তাঁর বাড়ির সামনেও রাস্তাটির বেহাল অবস্থা দেখা গেছে।

সোমবার সকালে সরেজমিন ঘুরে দেখা যায়, এই গ্রামে সরকারের একজন অতিরিক্ত সচিবের বাড়ি রয়েছে। তাঁর বাড়ির সামনেও রাস্তাটির খারাপ অবস্থা। বর্ষাকাল এলেই সড়কের ভোগান্তি বেড়ে যায়। এ সময় এই রাস্তা দিয়ে চলতে গেলে হাঁটু পর্যন্তু পা কাঁদার ভেতর দেবে যায়। সবচেয়ে বেশি সমস্যার সম্মুখিন হতে হয় বিভিন্ন স্কুল-কলেজ ও মাদ্রাসার শিক্ষার্থীসহ কৃষকদের। দীর্ঘদিন ধরে রাস্তাটি পাকাকরণের দাবি জানালেও স্থানীয় জনপ্রতিনিধিরা কোনও উদ্যোগ গ্রহণ করেননি বলে অভিযোগ করেন এলাকাবাসী।
এলাকাবাসী জানান, এই এলাকায় প্রায় পনের হাজার মানুষের বসবাস। চলাচলের একমাত্র রাস্তাটি বেহাল দশার কারণে আমরা মালামাল হাট-বাজারে নিতে পারি না। স্কুল-কলেজ ও মাদ্রাসার ছাত্র-ছাত্রীরা বৃৃষ্টির সময় চরম দূর্ভোগে পড়ে। এমনকি রোগী নিয়ে মহাবিপদে পড়তে হয় আমাদের।
স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. ইস্রাফিল মোল্যা বলেন, এ রাস্তাটি প্রায় দুই কিলোমিটার। তার মধ্যে এক কিলোমিটার রাস্তা এইচবিবি করণের টেন্ডার প্রক্রিয়া সাবেক এমপি আব্দুর রহমানের আমলেই সম্পন্ন হয়েছে। এমনকি ঠিকাদারও নিয়োগ হয়েছিল। কিন্তু ঠিকাদার জেলে থাকায় কাজ বন্ধ রয়েছে।
বোয়ালমারী উপজেলা প্রকৌশলী রফিকুল ইসলাম করোনায় আক্রান্ত হয়ে অসুস্থ থাকায় একাধিকবার মুঠোফোনে (০১৭১১২০৯৯২৯) যোগাযোগ করেও কথা বলা সম্ভব হয়নি।

ফেসবুকে লাইক দিন

তারিখ অনুযায়ী খবর

নভেম্বর ২০২৪
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« অক্টোবর    
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
দুঃখিত! কপি/পেস্ট করা থেকে বিরত থাকুন।