দিনাজপুরের বিরামপুরে জুয়া খেলার সময় অভিযান চালিয়ে ৮ জুয়াড়িকে আটক করেছে পুলিশ। আজ বুধবার সকালে তাদেরকে আটক করে দিনাজপুর জেল হাজতে পাঠানো হয়েছে।
আটককৃতরা হলো- জোলাগাড়ী তৈয়বপুর এলাকার মৃত. কাশেম মন্ডলের ছেলে দুলাল হোসেন, মজিবর রহমানের ছেলে আনিছুর রহমান, মৃত. বছির উদ্দিনের ছেলে আব্দুল খালেক, ওবায়দুল মন্ডলের ছেলে সোহেল রানা মন্ডল, আহসান মিয়ার ছেলে সাকিল হোসেন, মৃত. জলিল মন্ডলের ছেলে সিরাজুল ইসলাম, বামনাহার গ্রামের আব্দুস সামাদের ছেলে সোয়েব উদ্দিন এবং পার্শ্ববর্তী নবাবগঞ্জের শিরণা গ্রামের সামেজ উদ্দিনের ছেলে আব্দুল হালিম।
বিরামপুর থানার অফিসার ইনচার্জ মনিরুজ্জামান মনির জানান, জুয়া খেলার সময় গোপণ সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে জোলাগাড়ী এলাকা থেকে তাদেরকে হাতেনাতে আটক করা হয়েছে। এসময় নগদ ৯০৪০ টাকা, ২ সেট তাস ও প্লাস্টিকের বস্তা দ্বারা তৈরী ২টি বিছানা জব্দ করা হয়।