মধুখালীতে রুপালী ইলিশ কম দামে খুশি ক্রেতারা
ইলিশের ভরা মৌসুমে ফরিদপুরের মধুখালীতে ইলিশের আমদানী প্রচুর। দাম কম হওয়ায় ক্রেতারা মাছ কিনে খুশি। বাজার ব্যবসায়ী মোঃ ইউসুফ বিশ্বাস জানান বাজারে বরিশাল ও চট্টগ্রামের মাছ রয়েছে। তবে মধুখালীতে বরিশালের মাছের তুলনায় চট্টগ্রামের মাছের দাম কম হওয়ায় ক্রেতারা খুশি।
মধুখালী মাছ বাজারের আড়ৎদার মোঃ আলম বিশ্বাস জানান জেলেদের জালে মাছ ধরা পরছে বেশি তাই বাজারে মাছের দাম কম, মাছ কম ধরা পরলে দাম বেড়ে যাবে। তাছাড়া ভারতে মাছ রপ্তানির ফলে বাজারে তেমন চাপ পড়েনি। মধুখালীতে প্রতিদিন ৪-৫ টা ট্রাকে ২-৩ টন মাছ নামে। সেগুলো মধুখালীর বিভিন্ন বাজারে খুচরা বিক্রি করা হয়।
তিনি জানান বাজারে ১ কেজি ওজনের বরিশালের (পদ্মা নদীর) ইলিশ ১০০০ এবং চট্টগ্রামের (সাগরের ) ৮০০ টাকা, এবং ৫০০-৬০০ গ্রামের মাছ বরিশালের ৬২০ টাকা এবং নুনা ইলিশ ৫০০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।
আগামী ১৪ সেপ্টেম্বর থেকে ইলিশ ধরা বন্ধ হবার ঘোষনা রয়েছে। ফলে তার আগে জেলেরা মাছ ধরায় ব্যস্ত রয়েছে বলে বাজারে মাছও প্রচুর পরিমানে পাওয়া যাচ্ছে।