• ঢাকা
  • সোমবার, ২৭শে অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ, ১১ই ডিসেম্বর, ২০২৩ ইং
বোয়ালমারীতে হত্যা মামলার প্রধান আসামী সাবেক চেয়ারম্যান  

বোয়ালমারী (ফরিদপুর) প্রতিনিধি ঃ ফরিদপুরের বোয়ালমারী উপজেলার দাদপুর ইউনিয়নের মনসুর হত্যার ঘটনায় ওই ইউনিয়নের সাবেক চেয়ারম্যানকে প্রধান আসামী করে থানায় হত্যা মামলা করেছে নিহতের ছেলে। বৃহস্পতিবার (২৩.০৪.২০) রাতে নিহতের ছেলে মো. মুকুল মোল্যা বাদি হয়ে এ মামলাটি করে।

মামলা সূত্রে জানা যায়, আওয়ামী লীগ নেতা ও দাদপুর ইউপির সাবেক চেয়ারম্যান মো. শামীম মোল্যাকে প্রধান আসামি করে ২৩ জনের নামে হত্যা মামলা দায়ের করা হয়েছে। মামলায় এখন পর্যন্ত কোন আসামী গ্রেফতার হয়নি। গত মঙ্গলবার ক্রিকেট খেলা নিয়ে দাদপুর গ্রামে দুই পক্ষের হাতাহাতির ঘটনায় সংঘর্ষে মনসুর মোল্যা ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্হায় মারা যায়। মৃত্যুর খবরে নিহতের সমর্থকরা ওইদিন সকালে আসামী পক্ষের লোকজনের বাড়িতে ভাংচুর ও লুটপাট চালায়।

বোয়ালমারী থানা অফিসার ইনচার্জ মো. আমিনুর রহমান বলেন, হত্যার ঘটনায় মামলা হয়েছে আসামীদের গ্রেফতারের চেষ্টা চলছে।

ফেসবুকে লাইক দিন

তারিখ অনুযায়ী খবর

ডিসেম্বর ২০২৩
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« নভেম্বর    
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  
দুঃখিত! কপি/পেস্ট করা থেকে বিরত থাকুন।