• ঢাকা
  • শনিবার, ২০শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ, ৫ই অক্টোবর, ২০২৪ ইং
আলফাডাঙ্গায় তিনজনকে কুপিয়ে জখম

আলফাডাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি
ফরিদপুরের আলফাডাঙ্গায় জমি নিয়ে বিরোধের জের ধরে তিনজনকে কুপিয়ে জখম করার অভিযোগ উঠেছে। আহতরা বর্তমান ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এ ঘটনায় গতকাল মঙ্গলবার ভুক্তভোগীর পরিবারের পক্ষ থেকে ছয়জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরো ৪-৫ জনেকে অভিযুক্ত করে থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।
এরআগে সোমবার ভোরে উপজেলার বানা ইউনিয়নের টোনাপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। আহতরা হলেন, ওই এলাকার ছিরু মৃধা (৭৫), তার দুই ছেলে হিটলার মৃধা (৩১) ও পিয়ার মৃধা (২৯)। মামলা সূত্রে জানা গেছে, উপজেলার টোনাপাড়া এলাকার ছিরু মৃধার সঙ্গে একই এলাকার মৃত. রুস্তম আলী মৃধার ছেলেদের সঙ্গে জমি দিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে। এরই বিরোধের জের ধরে ঘটনার দিন সাইফার মোল্যার নেতৃত্বে সোহাগ মৃধা, মিরাজ মোল্যা, সাহিন মৃধা, শাকিব মৃধা ও শহিদুল্লাহ মৃধাসহ অজ্ঞাতনামা আরো ৪-৫ জন লোক দেশীয় অস্ত্র নিয়ে কীটনাশক বিক্রেতা পিয়ার মৃধার দোকানে প্রবেশ করে। এরপর অভিযুক্তরা পিয়ার মৃধাকে দেশীয় অস্ত্র দিয়ে মাথায় কুপিয়ে গুরুতর জখম করে৷ পিয়ার মৃধার আত্মচিৎকারে তার বড় ভাই হিটলার শেখ ও বৃদ্ধ বাবা ছিরু মৃধা এগিয়ে আসলে অভিযুক্তরা তাদেরও কুপিয়ে গুরুতর জখম করে। এসময় অভিযুক্তরা দোকানের মালামাল ভাঙচুর ও লুটপাট করে চলে যায়। এরপর স্থানীয়রা আহতদের উদ্ধার করে আলফাডাঙ্গা উপজেলা হাসপাতালে নিয়ে গেলে তাদের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়। ঘটনার পর থেকে অভিযুক্তরা গা ঢাকা দেওয়ায় তাদের বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।
মামলার তদন্ত কর্মকর্তা আলফাডাঙ্গা থানার উপ-পরিদর্শক (এসআই) ফরহাদ মোল্যা বলেন, এ ঘটনায় থানায় মামলা হয়েছে। আসামিদের গ্রেপ্তারে জোর চেষ্টা চালানো হচ্ছে।
কবীর হোসেন
তাং ২৪.৯.২৪

ফেসবুকে লাইক দিন

তারিখ অনুযায়ী খবর

অক্টোবর ২০২৪
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« সেপ্টেম্বর    
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
দুঃখিত! কপি/পেস্ট করা থেকে বিরত থাকুন।