• ঢাকা
  • বৃহস্পতিবার, ১২ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৫শে এপ্রিল, ২০২৪ ইং
মধুখালীতে বোরো ধানের সমলয় চাষাবাদের উদ্বোধন
মধুখালী (ফরিদপুর) প্রতিনিধি : ফরিদপুরের মধুখালী উপজেলাতে বোরো ধানের সমলয় চাষাবাদের উদ্বোধন করা হয়েছে। সোমবার সকাল ১১ টায় উপজেলা কৃষি অফিসের আয়োজনে মধুখালী উপজেলার কামালদিয়া ইউনিয়নের মাঠে রবি মৌসুমে বøক প্রদর্শনী স্থাপনের মাধ্যমে হাইব্রিড জাতের বোরো ধানের সমলয় চাষাবাদ-এর শুভ উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার মো: আশিকুর রহমান চৌধুরি।
এ সময় উপস্থিত ছিলেন মধূখালী উপজেলা ভাইস চেয়ারম্যান মোহাম্মদ মুরাদুজ্জামান, কৃষি অফিসার আলভীর রহমান, কৃষি সম্প্রসারন অফিসার মো: রফিকুর ইসলাম, উপ-সহকারী কৃষি কর্মর্কতা মো: আব্দুল কুদ্দুস মোল্যা, মো: ইকবাল খান, মো: আজাদ হুমায়ন কবির, কৃষক মো: সরোয়ার মোল্যা, মো: বায়জিদ মোল্য, মো: মিজানুর মো: ইমরুল সহ ফরিদপুর কৃষি কলেজের ২০ জন ইন্টারনী ছাত্র-ছাত্রী।
জেলার দুটি উপজেলার মধ্যে মধূখালী উপজেলাতে ধানের চার রোপন যন্ত্রের (রাইচ ট্রাস্ক প্লান্টার) মাধ্যমে এ কার্যক্রমের শুরু করা হয়। কামালদিয়া এলাকার ১১০ জন কৃষকের মধ্যে ৫০ একর জমিতে ৪৫০০ ট্রের হাইব্রীড জাতের ধানের চারা রোপন করা হয়। চারা রোপন যন্ত্রের ( রাইচ ট্রাস্ক প্লান্টার) সাহায়্যে ঘন্টায় ৪০ শতাংশ জমিতে ধান রোপন করা সম্ভব। জমিতে সময়, শ্রম ও শ্রমিক কম লাগাতে চাষীরা এ পদ্ধতিতে ধানের আবাদ করবেন বলে জানান চাষীরা।

ফেসবুকে লাইক দিন

তারিখ অনুযায়ী খবর

এপ্রিল ২০২৪
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« মার্চ    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
দুঃখিত! কপি/পেস্ট করা থেকে বিরত থাকুন।