দিনাজপুর জেলা পুলিশ সুপার মোহাম্মদ আনোয়ার হোসেন বিপিএ, পিপিএম(বার) টানা দ্বিতীয় বারের মতো রংপুর রেঞ্জের শ্রেষ্ঠ পুলিশ সুপার নির্বাচিত হয়েছেন।
গত মঙ্গলবার (২৩ই মে) বাংলাদেশ পুুলিশের রংপুর রেঞ্জ অফিসের সম্মেলন কক্ষে ভিডিও কনফারেন্সের মাধ্যমে রংপুর রেঞ্জ এর সকল ইউনিটের সাথে সংযুক্ত হয়ে ইউনিট সমূহের আইন-শৃঙ্খলাসহ সার্বিক পরিস্থিতি মূল্যায়ন করে এই ঘোষণা দেন বাংলাদেশ পুলিশের রংপুর রেঞ্জের ডিআইজি দেবদাস ভট্টাচার্য বিপিএম।
ব্যবস্থাপনা, অপরাধ নিয়ন্ত্রন, দক্ষতা, কর্তব্য-নিষ্ঠা, সততা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি সন্তোষজনক হওয়ায় সর্বসম্মতিক্রমে দিনাজপুর জেলা পুলিশ সুপার মোহাম্মদ আনোয়ার হোসেন বিপিএ, পিপিএম(বার)কে টানা দ্বিতীয় বারের মতো রংপুর রেঞ্জের শ্রেষ্ঠ পুলিশ সুপার নির্বাচিত করা হয়।
দিনাজপুর জেলা পুলিশ সুপার মোহাম্মদ আনোয়ার হোসেন বিপিএ, পিপিএম(বার) জেলায় যোগদানের পরথেকে নিয়মিত থানায় থানায় অপরাধ সভা করা, মাদক উদ্ধার, চাঞ্চল্যকর মামলার রহস্য উদঘাটন, ওয়ারেন্ট তামিল, সুষ্ঠু ট্রাফিক ব্যবস্থাপনা, অপরাধ নিয়ন্ত্রক, দক্ষতা, কর্তব্য নিষ্ঠা, সততা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি সন্তোষজনক হওয়ায় মাসিক পর্যালোচনা ভিত্তিতে প্রতি মাসে এই ঘোষণা দেয়া হয়।
পর্যালোচন সাভায় বাংলাদেশ পুলিশের রংপুর রেঞ্জের ডিআইজি দেবদাস ভট্টাচার্য বিপিএম এর সভাপতিত্বে রংপুর রেঞ্জের অন্যান্য উদ্ধর্তন পুলিশ কর্মকর্তার উপস্থিত ছিলেন।