• ঢাকা
  • শুক্রবার, ৬ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ১৯শে এপ্রিল, ২০২৪ ইং
দিনাজপুরে টমেটো হিমাগার প্রতিষ্ঠার দাবীতে বাংলাদেশ কৃষক সমিতি দিনাজপুর শাখার মানববন্ধন

শিমুল, দিনাজপুর প্রতিনিধি :

কৃষি বাঁচাও-কৃষক বাঁচাও ও দেশ বাঁচাও শ্লোগান নিয়ে লাভজনক দাম ও দিনাজপুরে টমেটোর হিমাগার নিমার্নের দাবীতে বাংলাদেশ কৃষক সমিতির ঘন্টাব্যাপী মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
২৪ এপ্রিল শনিবার সকালে দিনাজপুর প্রেসক্লাবের সন্মুখ সড়কে বাংলাদেশ কৃষক সমিতি দিনাজপুর জেলা শাখার ব্যানারে ঘন্টাব্যাপী মানববন্ধন কর্মসুচী পালন করে সংগঠনের নেতাকমর্ী ও সর্মথকরা। সংগঠনের জেলা শাখার সভাপতি অধ্যাপক বদিউজ্জামান বাদলের সভাপতিত্বে অনুষ্ঠিত সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা বলেন,দেশের কৃষক সমাজ আজ অবহেলিত তারা কৃষিপন্যের লাভজনক দাম পায় না।
তারা বলেন,কৃষক মাথার ঘাম পায়ে ফেলে দিনরাত পরিশ্রম করে উতপাদিত পন্য কোনো কোনো চরম বিপাকে পরে যায়,এমনি একটি পন্য হচ্ছে টমেটো। যা কিনা সঠিক সময়ে বিক্রি করতে না পারলে ফেলে দিতে হয়। এই ফসল(টমেটো) ঘরে তুলে সংরক্ষন করা সম্ভব হয়না  তাই কৃষক দীর্ঘ সময় ধরেই টমেটোসহ কৃষিপন্যের সঠিক মুল্য হতে বঞ্চিত হয়ে আসছে। বক্তারা সরকারের কাছে দাবী করে বলেন, দিনাজপুরের কৃষকদের বাঁচাতে হলে অবশ্যই একটি টমেটো হিমাগার স্থাপন করতে হবে। বক্তারা আরো বলেন বোরো ধান উঠছে অবিলম্বে বোরো দাম নিধার্রন করুন এবং ইউনিয়ন পযার্য়ে ক্রয় কেন্দ্র খুলে সরাসরি কৃষকের কাছ থেকে ধান ক্রয় করুন। বিএডিসিতে বীজের ডিলার প্রথা বাতিল করতে হবে,এই ডিলাররাই সরকারী দর হতে অতিরিক্ত দাম কৃষকদের কাছ থেকে নিচ্ছে।
মানববন্ধনে এসময় বক্তব্য রাখেন,বাংলাদেশ কৃষক সমিতি দিনাজপুর শাখার সম্পাদক দয়ারাম রায়,অধ্যাপক আব্দুল বারী,সংগঠক সিপিবি অ্যাড. রেজাউল ইসলাম রাজু,দূর্জধন রায়,হারুন অর রশীদ হিমেল,অঞ্জনী রানী রায় প্রমুখ।

ফেসবুকে লাইক দিন

তারিখ অনুযায়ী খবর

এপ্রিল ২০২৪
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« মার্চ    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
দুঃখিত! কপি/পেস্ট করা থেকে বিরত থাকুন।