খ্রিস্টান সম্প্রদায়ের প্রধান ধর্মীয় উৎসব বড়দিন উদযাপন
মানিক কুমার দাস, ফরিদপুর
প্রকাশিতঃ 4 বছর আগে
318 বার দেখা হয়েছে
০
ফরিদপুর জেলা প্রতিনিধি:
খ্রিস্টান সম্প্রদায়ের প্রধান ধর্মীয় উৎসব বড়দিন উৎসব বৃহস্পতিবার পালন করা হয়েছে।
উপলক্ষে বুধবার সন্ধ্যায় শহরের ব্যাপ্টিস্ট মিশন এ বড়দিন উৎসব পালন করা হয়।
তবে অন্যান্য বারের মতো নয় সাদামাটাভাবে বড়দিন উৎসব পালন করে তারা। আর মহামারী করোনার কারণে কোন বাড়িতে হয়নি তেমন কোনো আলোকসজ্জা।
সন্ধ্যায় প্রদীপ প্রজ্জলন, বাইবেল পাঠ , ধর্মীয় আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্যে উৎসবের শুভ সূচনা করা হয়। উৎসবের উদ্বোধন করেন পস্টার বিদ্যুৎ সরকার।
অনুষ্ঠানে ধর্মীয় সঙ্গীত পরিবেশন করেন স্টিভ তূরজ বারুই।
রাতে শিশুদের মধ্যে সান্তা ক্লজ বড়দিনের উপহার প্রদান শেষে কর্মসূচি সমাপ্ত হয়।
অন্যদিকে শুক্রবার উৎসবের দ্বিতীয় দিনে সকালের মিশনে প্রার্থনা ও দুপুরে খাওয়া দাওয়ার মাধ্যমে শেষ হবে বড়দিন উৎসব পালন।