কাশিয়াডাঙ্গা থানা হবে মানুষের সেবার আস্থাভাজন ঠিকানা : নতুন ওসি
স্টাফ রিপোর্টার:
আরএমপি কাশিয়াডাঙ্গা থানার নতুন অফিসার ইনচার্জ হিসাবে যোগদান করেছেন মাসুদ পারভেজ। ২৪ জুলাই শুক্রবার সকালে তিনি যোগদান করেন। এসময় কাশিয়াডাঙ্গা থানার ওসি তদন্ত মশিউর রহমানসহ সকল পুলিশ নতুন ওসি কে ফুল দিয়ে বরণ করে নেন।
জানান গেছে, পুলিশ পরিদর্শক মাসুদ পারভেজ কে আরএমপি মতিহার থানা থেকে কাশিয়াডাঙ্গা থানার অফিসার ইনচার্জ হিসাবে বদলি করা হয়েছে। মাসুদ পারভেজ মতিহার থানার ওসি হিসাবে দীর্ঘদিন সফলতার সাথে নিজ দায়িত্ব পালন করে কর্মরত ছিলেন। অপর দিকে, মতিহার থানার ওসি হিসাবে জয়পুরহাট থেকে সিদ্দিক নামের এক পুলিশ পরিদর্শক মতিহার থানায় নতুন ওসি হিসাবে যোগদান করেছেন। এছাড়া কাশিয়াডাঙ্গা থানার ওসি মনসুর আলী আরিফ কে বদলি করা হয়েছে।
কাশিয়াডাঙ্গা থানার নতুন ওসি পুলিশ পরিদর্শক মাসুদ পারভেজ জানান, বদলি জনিত কারনে ২৪ জুলাই শুক্রবার মতিহার থানা থেকে কাশিয়াডাঙ্গা থানায় যোগদান করেছি।
পুলিশী সেবার জন্য সার্বক্ষনিক ০১৭৬৯-৬৯২৯২০ (ওসি কাশিয়াডাঙ্গা) নম্বরে মোবাইল করার অনুরোধ করা হলো। কাশিয়াডাঙ্গা থানা পুলিশ থানা এলাকার সকল মানুষের সেবক হিসাবে কাজ করতে চাই।
তিনি আরো বলেন, থানা এলাকায় কোন ধরনের মাদক, আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি, চোরাকারবারি, টাউট, বার্টপার, জুয়াসহ কোন অপরাধ মূলক কার্যক্রম করার কেউ চেস্টা করলে কাউকে ছাড় দেয়া হবে না। কাশিয়াডাঙ্গা থানা হবে মানুষের সেবার আস্থাভাজন ঠিকানা।