মনির মোল্যা, সালথা (ফরিদপুর) প্রতিনিধিঃ
ফরিদপুরের সালথায় ইসরাফিল মিয়া (২২) নামের এক যুবকের আত্মহত্যার খবর পাওয়া গেছে।শুক্রবার (২৪ ডিসেম্বর) সকাল ১০টায় ঘরের আড়ার সঙ্গে গলায় গামছা পেঁচিয়ে আত্মহত্যা করেন।
ইসরাফিল মিয়া উপজেলার সোনাপুর ইউনিয়নের রংরায়েরকান্দি গ্রামের খন্দকার কুটি মিয়ার ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, নিহত ইসরাফিল মাদারীপুরে ড্রেজার মেশিনের মিস্তি হিসেবে ২/৩ বছর ধরে কাজ করে আসছে মাঝে মাঝে ছুটি পেলে গ্রামের বাড়িতে আসেন। স্থানীয়রা আরও জানান ও বাড়িতে আসলে এলাকার খারাপ ছেলেদের সাথে মেলামেশা করতো। তবে আত্মহত্যার সঠিক করণ জানা যায়নি।
সালথা থানা অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আসিকুজ্জামান বলেন, খবর পেয়ে লাশ উদ্ধার করে ফরিদপুর বঙ্গবন্ধু মেডিকেল কলেজ হাসপাতালে ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
২৪ ডিসেম্বর ২০২১