সুপার সাইক্লোন আমফানের তান্ডবে কুষ্টিয়া বিদ্যুতের বটতৈলে ন্যাশনাল গ্রীড আগুনে ভস্মীভূত হয়। মুহুর্তের মধ্যে কুষ্টিয়াসহ ৩ জেলায় নেমে আসে ভয়ংকর ঘুটঘুটে অন্ধকার। হঠাৎ থমকে পড়ে জনজীবন। বিচ্ছিন্ন হয়ে পড়ে সকল যোগাযোগ। তথ্য প্রযুক্তি নির্ভর এই সমাজ ব্যবস্থা যেন হঠাৎ করেই থমকে দাঁড়ায়। কুষ্টিয়ার মানুষের আশা- আকাংখার নির্ভরতার লাইট হাউজ গণমানুষের নেতা জননেতা মাহবুবউল আলম হানিফ এমপি দ্রুত এগিয়ে এসেছেন। তিনি সরকার এবং দলীয় হাই কমান্ডসহ বিদ্যুৎ মন্ত্রীর সাথে যোগাযোগ করে মাত্র ২৪ ঘন্টার মধ্যে কুষ্টিয়ার ভস্মীভূত হয়ে যাওয়া ১৩২/৩৩ কেভি ৮০/১২০ এম ভি এ ট্রান্সফরমার বরাদ্দসহ ট্রান্সপোর্ট এবং প্রতিস্থাপনের সার্বিক তদারকী করে এই জেলায় আঁধারের ভ্রুকুটি দূর করে ফিরে এনেছেন বিদ্যুতের ঝলমলে আলো। মাত্র ২৪ ঘন্টায় অচল জনপদকে সচল করেছেন বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জননেতা মাহবুবউল আলম হানিফ এমপি। বিদ্যুতের তত্বাবধায়ক প্রকৌশলী আরিফুর রহমান বলেন, হানিফ স্যারের কাছে আমাদের কৃতজ্ঞতার শেষ নেই। স্যার এগিয়ে না এলে এত অল্প সময়ে এই জেলাকে অন্ধকারের অভিশাপ থেকে মুক্ত করা সম্ভব হতো না। মিলপাড়ার ষাটোর্ধব মোসলেম উদ্দিন বলেন, বিদ্যুৎ না থাকায় এই পবিত্র রমজান মাসে মসজিদে আজান পর্যন্ত বন্ধ হয়েছিল। শুনেছি আমাদের নেতা খুব মেহনত করে একদিনের মধ্যেই বিদ্যুৎ এনেছেন। আমরা আজান শুনতে পাচ্ছি, নামাজ পড়তে পারছি। আল্লাহ নেতার হায়াত দারাজ করুন। ভালো রাখুন। করোনার আতংক কাটিয়ে ঈদের আনন্দে নতুন মাত্রা যোগ করেছে বিদ্যুতের আলো।