মনির মোল্যা, নিজস্ব প্রতিনিধি: ফরিদপুরের নগরকান্দা উপজেলায় এবার আক্রান্ত হলেন ১১ বছরের এক শিশু সাব্বির শেখ। এর আগে ওই উপজেলায় তিনজনের শরীরে করোনা ভাইরাস পাওয়া যায়। ওই শিশুর উপজেলার লস্করদিয়া ইউনিয়নের কালিবাড়ি এলাকার ফরহাদ শেখের পুত্র। এনিয়ে ফরিদপুরের মোট ৮জন রোগি করোনায় আক্রান্ত হলো।
নগরকান্দা উপজেলা নির্বাহী অফিসার জেতি প্রু জানান, গতকাল ওই শিশুর জ্বর দেখা দিলে শহরের শিশু বিশেষজ্ঞ ডাঃ সাদের কাছে নিয়ে যান পরিবারের লোকজন। এরপর ডাক্তারের করোনা সন্দেহ হলে তাকে পরীক্ষার জন্য পাঠানো হয়। আর সেই পরীক্ষার মাধ্যমে শুক্রবার নমুনা যে রির্পোট পাওয়া যায় তাতে তার করোনা পজিটিভ আসে। তিনি বলেন আমরা শোনা মাত্রই ওই এলাকায় গিয়ে পারিবারিক খোজঁ খবর নিই। তাতে দেখা যায় ওই এলাকায় কেউ বিদেশ বা ঢাকা থেকে এর ভিতর কেউ আসেনি পরিবারের লোকজনও এর ভিতর কোথাও যায়নি। তারপরেও তার করোনা পজিটিভ আসায় কমিউনিটি ট্রান্সমিশন হয়ে যাবার আশংকা করছি আমরা। এর ভিতর ওই শিশুকে আজ ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের আইসলোশনে পাঠানো হচ্ছে। এছাড়া বাড়িটি লকডাউন করা হয়েছে।
এদিকে এর আগেই গত ১৩ এপ্রিল নগরকান্দা উপজেলাকে লকডাউন ঘোষনা করা হয় যা এখনো বলবৎ আছে।
ফরিদপুরের সিভিল সার্জন ডাঃ ছিদ্দিকুর রহমান জানান, গতকাল বৃহস্পতিবার শিশুটির নমুনা সংগ্রহ করে ফরিদপুর মেডিকেল কলেজে পরীক্ষাগারে পাঠানো হয়। ফলাফলে তার করোনা পজেটিভ এসেছে। তার পরিবারের বাকি সদস্যদেরও নমুনা সংগ্রহ করা হবে বলে জানান তিনি।
তিনি বলেন, আজ মোট ফরিদপুরের ৩৭ জনের নমুনা পাঠানো হয় এর মধ্যে একজনের পজিটিভ আসে।