বকশীগঞ্জে সাবেক এমপি এম রশিদুজ্জামান
জামালপুরের বকশীগঞ্জে ভয়াবহ বন্যা কবলিত এক হাজার অসহায় পানি বন্দি, বানভাসি ও বন্যার্ত পরিবারের মাঝে ২৪ জুলাই শুক্রবার দিনব্যাপি ত্রাণ (চাল) বিতরণ করা হয়েছে।
জামালপুর জেলা বিএনপির সাবেক সভাপতি ও বিএনপির জাতীয় নিবার্হী কমিটির সদস্য ও সাবেক সংসদ সদস্য এম রশিদুজ্জামান মিল্লাতের নিজস্ব অথার্য়নে এবং বকশীগঞ্জ উপজেলা বিএনপি, যুবদল, ছাত্রদলের সহযোগিতায় নৌকা যোগে বকশীগঞ্জ উপজেলার মেরুরচর , সাধুরপাড়া, বগারচর ও নিলক্ষিয়া ইউনিয়নে প্রত্যেক এক হাজার পরিবারকে ১০ কেজি করে চাল বিতরণ করা হয়।
ত্রাণ বিতরণকালে উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক শামসুল আলম,সাবেক সিনিয়র সহসভাপতি আবদুল হালিম মন্ডল, উপজেলা বিএনপির যুগ্ন আহবায়ক মাইনুল ইসলাম, বকশীগঞ্জ সদর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি রফিকুল ইসলাম কারী, সাবেক সভাপতি আবদুল মোতলেব, সাধুরপাড়া ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মাজহারুল ইসলাম আনছার,
উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি ও বকশীগঞ্জ সরকারি কেইউ কলেজের সাবেক জিএস জাহিদুল ইসলাম প্রিন্স, উপজেলা যুবদলের আহ্বায়ক বিপ্লব সওদাগর, সদস্য সচিব মাহবুবুর রহমান লাভলু, পৌর যুবদলের আহ্বায়ক শাকিল তালুকদার, সদস্য সচিব তানজির আহমেদ সুজন, জেলা যুবদলের সদস্য জাহিদুল ইসলাম জাহিদ, যুবদল নেতা তৌহিদ মেহেদী, নুরনবী, আতিকুর রহমান ইরাক, উপজেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক জোবাইদুল ইসলাম শামীম , ছাত্রদল নেতা গাজী নাজমুল হক নয়ন, আহসান আবদুর রাফি, জহির আহমেদ জিকু, আপন মিয়া সহ বিএনপি, উপজেলা যুবদল, পৌর যুবদল, ছাত্রদলের নেতা কর্মীরা উপস্হিত ছিলেন।