• ঢাকা
  • শুক্রবার, ১০ই চৈত্র, ১৪২৯ বঙ্গাব্দ, ২৪শে মার্চ, ২০২৩ ইং
Mujib Borsho
Mujib Borsho
সালথায় স্কুলের পুরাতন মালামাল বিক্রি: সভাপতিকে জড়িয়ে সংবাদের ব্যাখ্যা

সালথা (ফরিদপুর) প্রতিনিধি:

ফরিদপুরের সালথা উপজেলার ভাওয়াল ইউনিয়নের পুরুরা সাধুপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের একটি পরিত্যক্ত ভবনের পুরাতন মালামাল বিক্রি করার অভিযোগে কয়েকটি অনলাইনে অত্র বিদ্যালয় পরিচালনা পর্ষদ কমিটির সভাপতি মো. ইদ্রিস মোল্যাকে জড়িয়ে প্রকাশিত সংবাদের ব্যাখ্যা দিয়েছেন তিনি।

ব্যাখ্যায় তিনি দাবী করে বলেন- স্কুলের পুরাতন ভবন টেন্ডারের মাধ্যমে বিক্রি করা হয়। সেই ভবনের ভিতরে কিছু পুরাতন জোড়া বেঞ্চ, টিন ও দোলনা ছিল। সেগুলো স্কুলের সহকারী শিক্ষক পিকুল হোসেন কাউকে না জানিয়ে টেন্ডার বা রেজুলেশন ছাড়াই গোপনে বিক্রি করেন। বিষয়টি জানতে পেরে উপজেলা শিক্ষা অফিসার শিক্ষক পিকুলকে শোকজ করেন। পরে স্কুল কর্তৃপক্ষ ও উপজেলা শিক্ষা অফিসের কর্মকর্তারা বিষয়টি সমাধান করে দেন এবং স্কুলের মালামাল বিক্রির টাকা সরকারি কোষাগারে জমা দিতে বলেন। তো এখানে আমার দোষ কোথায়?।

তিনি বলেন- একটি মহলের অভিযোগে এ ঘটনা আমাকে জড়িয়ে অনলাইনে সংবাদ প্রকাশ করা হয়েছে, যা সত্য নয়। আমি এই সংবাদের প্রতিবাদ জানাই।

উল্লেখ্য পুরুরা সাধুপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের একটি পরিত্যক্ত ভবনের কিছু পুরাতন মালামাল কাউকে না জানিয়ে টেন্ডার বা রেজুলেশন ছাড়াই গোপনে বিক্রি করার অভিযোগ উঠে স্কুল পরিচালনা কমিটির সভাপতি ইদ্রিস মোল্যা ও সহকারী শিক্ষক পিকুল হোসেনের বিরুদ্ধে।

২৪ জুলাই ২০২২

ফেসবুকে লাইক দিন

তারিখ অনুযায়ী খবর

মার্চ ২০২৩
শনিরবিসোমমঙ্গলবুধবৃহশুক্র
« ফেব্রুয়ারি  
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
দুঃখিত! কপি/পেস্ট করা থেকে বিরত থাকুন।