• ঢাকা
  • মঙ্গলবার, ২৯শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ১১ই ফেব্রুয়ারি, ২০২৫ ইং
ফরিদপুরে যুবলীগ নেতার হাত থেকে বাঁচতে নিরীহ ভুক্তভুগি মানুষের মানববন্ধন ও বিক্ষোভ

মাহবুব পিয়াল , ফরিদপুর জেলা প্রতিনিধি :

ফরিদপুরে আওয়ামী লীগের দাপট দেখিয়ে জেলা যুবলীগ নেতা এ্যডভোকেট স্বপন কুমার পাল নিরীহ লোকদের জমি দখল করে ইটভাটা নির্মাণ, চাঁদাবাজি, অর্থ আত্মসাৎ ও মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে মানববন্ধন, বিক্ষোভ মিছিল ও সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার সকাল সাড়ে ১০ টার দিকে ফরিদপুর সদর উপজেলার মাচ্চর ইউনিয়নের পাচ্চর গ্রামে ভুক্তভোগী স্থানীয় এলাকাবাসীর ব্যানারে এই মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। এ সময় ভুক্তভোগী পলাশ মোল্লা, দেলোয়ার মোল্লা, সাইফুল বিশ্বাস, জালাল মোল্লা, জাহিদ শেখ সহ কয়েক শত গ্রামবাসী উপস্থিত ছিলেন ।

মানববন্ধন চলাকালে গ্রাম বাসী অভিযোগ করে বলেন, যুবলীগ নেতা এ্যডভোকেট স্বপন কুমার পাল এলাকার নিরীহ লোকদের জমি দখল করে ইটভাটা নির্মাণ করেছেন। একই সাথে চাঁদাবাজি ও অর্থ আত্মসাৎ সহ এলাকার মানুষদের নামে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করছেন দীর্ঘদিন যাবৎ। বর্তমান স্বৈরাচার সরকারের পতন হলেও তার দাপট এখনো কমেনি এ্যডভোকেট স্বপন কুমার পালের । উল্টো তিনি এলাকাবাসীকে হুমকি ধামকি দিয়ে ভয় ভীতি দেখিয়ে যাচ্ছেন। তার হাত থেকে বাঁচতে প্রশাসনের কাছে সার্বিক সহযোগিতা কামনা করেছেন এলাকার নিরীহ ভুক্তভুগি মানুষ।

ফেসবুকে লাইক দিন

তারিখ অনুযায়ী খবর

ফেব্রুয়ারি ২০২৫
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« জানুয়ারি    
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
দুঃখিত! কপি/পেস্ট করা থেকে বিরত থাকুন।