• ঢাকা
  • মঙ্গলবার, ১লা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ১৪ই জানুয়ারি, ২০২৫ ইং
করোনায় ফরিদপুরে আরও এক মুক্তিযোদ্ধার মৃত্যু

ছবি- মুক্তিযোদ্ধা আব্দুর শুকুর মিয়া

ফরিদপুরে করোনা ভাইরাস জনিত কোভিট-১৯ রোগে আক্রান্ত হয়ে মঙ্গলবার রাত সাড়ে ১১টার দিকে মারা যান মুক্তিযোদ্ধা আব্দুর শুকুর মিয়া (৭৬)। তিনি ভাঙ্গা উপজেলার হামিরদী ইউনিয়নের মনসুরাবাদ গ্রামের মৃত শেখ সানাউল্লার ছেলে। জ্বর, শ্বাসকষ্টসহ বিভিন্ন আলামত দেখা দেওয়ায় গত গত ২০ জুন ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে তিনি নমুনা দেন। গত সোমবার তিনি অসুস্থ হয়ে পড়লে তাকে ফরিদপুরের করোনা ডেডিকেটেড হাসপাতালে ভর্তি করা হয়। মৃত্যুকালে তিনি স্ত্রী দুই ছেলে ও তিন মেয়ে রেখে গেছেন।

আজ বুধবার দুপুর ১২টার দিকে রাষ্ট্রীয় মর্যাদায় মুক্তিযোদ্ধা আব্দুর শুকুর মিয়া মনসুরাবাদ পারিবারিক কবরাস্থানে দাফন করা হয়।

ভাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রকিবুর রহমান খান জানান, মঙ্গলবার করোনা ভাইরাস জনিত কোভিট-১৯ রোগে আক্রান্ত হয়ে এক মুক্তিযোদ্ধা মারা গেছেন, তাকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন দেওয়া হয়েছে।

প্রসঙ্গত ফরিদপুরে এ পর্যন্ত করোনভাইরাসজনিত কোভিট-১৯ এ আক্রান্ত হয়ে মারা গেছেন মোট ২১ জন। এর মধ্যে পাঁচজন মুক্তিযোদ্ধা। সবচেয়ে বেশী মারা গেছে ভাঙ্গা উপজেলায়। এ উপজেলায় তিনজন মুক্তিযোদ্ধাসহ মোট ১১ জন মারা যান।

ফেসবুকে লাইক দিন

তারিখ অনুযায়ী খবর

জানুয়ারি ২০২৫
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« ডিসেম্বর    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
দুঃখিত! কপি/পেস্ট করা থেকে বিরত থাকুন।