মনির মোল্যা, সালথা (ফরিদপুর) প্রতিনিধি:
বীর মুক্তিযোদ্ধা মাননীয় সংসদ উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরী এমপির গ্রামের বাড়ি ফরিদপুরের সালথা উপজেলার গট্টি ইউনিয়নের রসুলপুর হামিদ মঞ্জিল ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
রবিবার সন্ধ্যায় এই ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করেন সংসদ উপনেতার কনিষ্ঠ পুত্র রাজনৈতিক প্রতিনিধি, বিশিষ্ট কৃষি গবেষক শাহদাব আকবর লাবু চৌধুরী।
ইফতার ও দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ফরিদপুরের পুলিশ সুপার মোঃ আলিমুজ্জামান। এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, নগরকান্দা উপজেলা চেয়ারম্যান মোঃ মনিরুজ্জামান সরদার, সালথা উপজেলা চেয়ারম্যান মোঃ ওয়াদুদ মাতুব্বর, উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ তাছলিমা আকতার, সহকারী পুলিশ সুপার (সালথা-নগরকান্দা সার্কেল) সুমিনুর রহমান, আওয়ামী লীগের অর্থ ও পরিকল্পনা বিষয়ক উপকমিটির সদস্য মোঃ শফি উদ্দিন, সালথা থানার অফিসার ইনচার্জ শেখ সাদীক, নগরকান্দা থানার অফিসার ইনচার্জ হাবিল হোসেন, সালথা উপজেলা আওয়ামী লীগের সভাপতি দেলোয়ার হোসেন মিয়াসহ সালথা-নগরকান্দা উপজেলার আওয়ামী লীগের বিভিন্ন অংগসংগঠনের নেতাকর্মী ও সাংবাদিক বৃন্দ।
ইফতার ও দোয়া মাহফিলে সমগ্র মুশলিম উম্মাহের জন্য বিশেষ দোয়া করা হয়।
এসময় লাবু চৌধুরী তার বক্তব্যে বলেন, আমার মা সৈয়দা সাজেদা চৌধুরী এমপি তার সারাটি জীবন আপনাদের এলাকার উন্নয়নের জন্য কাজ করেছেন। আমিও আজীবন আপনাদের পাশে থেকে আপনাদের সেবা করে যেতে চাই। সবাই আমার মায়ের জন্য দোয়া করবেন। এলাকায় শান্তি বজায় রাখতে সংঘর্ষ পরিহার করুন।
প্রধান অতিথির বক্তব্যে আলিমুজ্জামান বলেন, সালথার চলমান সংঘর্ষ নিরসনের লক্ষ্য সকল নেতাকর্মী কাজ করবেন। কোন এলাকায় ফের কোন সংঘর্ষ ভাংচুর লুটপাট হলে কোন নেতা ছাড় পাবেন। তাই সংঘর্ষ পরিহার করুন। সবাই মিলেমিশে এলাকায় বসবাস করুন। সংঘর্ষ কখনো শান্তি এনে দিতে পারে না।
২৪ এপ্রিল ২০২২