সনতচক্রবর্ত্তীঃ ফরিদপুরের বোয়ালমারীতে জাতীয় পুষ্টি সপ্তাহ উপলক্ষে আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের বাস্তবায়নে এবং জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠানের আয়োজনে রবিবার (২৪ এপ্রিল) উপজেলা পরিষদ হলরুমে এই আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রেজাউল করিম। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. খালেদুর রহমানের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মারিয়া হক, অধ্যক্ষ মো. লিয়াকত হোসেন লিটন, বোয়ালমারী থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. সালাহউদ্দিন, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি কামরুল সিকদার প্রমুখ।
উল্লেখ্য ‘সঠিক পুষ্টিতে সুষ্ঠ জীবন’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে ২৩ থেকে ২৯ এপ্রিল পর্যন্ত জাতীয় পুষ্টি সপ্তাহ পালিত হচ্ছে।