সালেহীন সোয়াদ সাম্মী,
মধুখালী (ফরিদপুর) প্রতিনিধিঃ
ফরিদপুরের মধুখালী উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে উপ-নির্বাচন উপলক্ষে কামারখালী, ডুমাইন, ও আড়পাড়া ইউনিয়নের যুব সমাজের উদ্দ্যগে জনসভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার বিকাল ৪ টায় কামারখালী বাজারে জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামীলীগের প্রেসিডিয়াম সদস্য মোঃ আব্দুর রহমান।
তিনি বলেন আগামী ২৮শে ফেব্রুয়ারী মধুখালী উপজেলা পরিষদের উপ-নির্বাচনে নৌকা মার্কা প্রার্থী শহিদুল ইসলামকে বিজয়ী করলে মধুখালী উপজেলা পরিষদকে ডিজিটাল উপজেলায় রুপান্তর করা হবে। তাই সেই লক্ষে নৌকার প্রার্থীকে বিজয়ী করে শেষ হাসিনাকে উপহার দেবার কথা বলেন তিনি।
এসময় প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের যুগ্ন সাধারন সম্পাদক ও উপ- নির্বাচনে নৌকা প্রার্থী মোঃ শহিদুল ইসলাম।
বিশেষ অতিথী হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী সেচ্ছাসেবক লীগ কেন্দ্রীয় কমিটির সভাপতি নির্মল রঞ্জন গুহ এবং সাধারণ সম্পাদক আফজালুর রহমান বাবু, উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক রেজাউল হক বকু প্রমূখ।
এ সময় উপজেলা আওয়ামীলীগ ও বিভিন্ন ইউনিয়ন আওয়ামীলীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।