ফরিদপুর নদী গবেষণা ইনস্টিটিউট এর কর্মকর্তাদের সাথে পানি সম্পদ প্রতিমন্ত্রীর এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। আজ ২৪ ডিসেম্বর বৃহস্পতিবার বেলা ১১ টায় নদী গবেষণা ইনস্টিউটের হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়েছে।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার পানি সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী জাহিদ ফারুক এম.পি।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পানি সম্পদ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মোঃ রোকন উদ-দৌলা, ফরিদপুর জেলা প্রশাসক অতুল সরকার, জেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এ্যাডঃ শামসুল হক ভোলা মাষ্টার, বাপাউবো এর প্রধান প্রকৌশলী আব্দুল হেকিম, জেলা পুলিশ সুপার মোঃ আলিমুজ্জামান (বিপিএম সেবা), সদর উপজেলা চেয়ারম্যান ও কোতোয়ালি আওয়ামীলীগ সভাপতি আব্দুর রাজ্জাক মোল্লা প্রমুখ। এছাড়াও নদী গবেষণা ইনস্টিউটের সকল কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
সভায় সভাপতিত্ব করেন নদী গবেষণা ইনস্টিউট এর মহাপরিচালক মোঃ আলিম উদ্দিন।
সভায় প্রধান অতিথি বলেন, মাননীয় প্রধানমন্ত্রীর স্বপ্ন বাস্তবায়ন করতে হলে আর আর আই কে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে। আপনাদের মধ্যে যে মেধা আছে তা কাজে লাগিয়ে দেশের উন্নতিতে অগ্রণী ভূমিকা পালন করতে পারেন।
তিনি আরো বলেন, আপনাদের গবেষণার কাজ গুলো বিশ্বমানের। যে কোন দেশের তুলনায় ভালো। তিনি নদী গবেষণা ইনস্টিটিউটের কর্মকর্তাদের পেনশন প্রসঙ্গে বলেন এগুলো নিয়ে প্রধানমন্ত্রীর সাথে আলোচনা করে সিদ্ধান্ত নেয়া হবে। তিনি বলেন, প্রধানমন্ত্রীর উদ্দেশ্য দেশকে সকল দিক থেকে সফল করে তোলা, আপনারা সেই লক্ষ্যে একসাথে কাজ করে এগিয়ে যান। আপনাদের যেকোন সমস্যা সমাধানে আমরা বদ্ধপরিকর।
অনুষ্ঠানে নদী গবেষণা ইনস্টিটিউটের বিভিন্ন কাজ নিয়ে একটি পাওয়ার পয়েন্ট প্রেজেন্ট করেন ইনস্টিটিউটের বৈজ্ঞানিক কর্মকর্তা স্বপন কুমার দাস।
এর আগে প্রতিমন্ত্রী নদী গবেষণা ইনস্টিটিউটে পৌঁছলে বাংলাদেশ আওয়ামী লীগের নেতাকর্মীরা তাকে ফুলেল শুভেচ্ছায় বরণ করেন।