• ঢাকা
  • বৃহস্পতিবার, ২৩শে অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ, ৭ই ডিসেম্বর, ২০২৩ ইং
২৪ ঘন্টায় দিনাজপুরের ১৯ জনের ফলাফল এসেছে সবাই কোভিড -১৯ নেগেটিভ 
মোঃ মঈন উদ্দীন চিশতী, দিনাজপুর প্রতিনিধিঃ       রংপুর মেডিকেল  কলেজ হাসপাতালে (রমেক) করোনা ল্যাবে গত ২৪ ঘন্টায় রংপুর পিসিআর ল্যাবে ৯৪ টি নমুনা পরীক্ষা করা হয়েছে, দিনাজপুরের ১৯ জনের ফলাফল এসেছে সবাই কোভিড -১৯ নেগেটিভ।
শুক্রবার (২৪ এপ্রিল) সন্ধ্যায় দিনাজপুর জেলা  সিভিল সার্জন ডা. আব্দুল কুদ্দুস বিষয়টি নিশ্চিত করেন।
সিভিল সার্জন ডা. মো. আব্দুল কুদ্দুস জানান, করোনাভাইরাসে আক্রান্ত ব্যক্তিরা সবাই আগে থেকেই হোম কোয়ারেন্টাইনে ছিল। বর্তমানে ১২ জনকে হোম আইসোলেশনে  ও ১ জন (নবাবগঞ্জ) প্রাতিষ্ঠানিক আইসোলেশনে রাখা হয়েছে। আমরা নিয়মিত তাদের সাথে যোগাযোগ রক্ষা করছি। প্রয়োজনীয় ব্যবস্থাপত্র ও প্রটোকল রক্ষা করা হচ্ছে। প্রশাসনের পক্ষ থেকেও তাদের সাথে নিয়মিত যোগাযোগ করা হচ্ছে।
দিনাজপুরে এর আগে গত মঙ্গলবার প্রথম ৭ জন, বুধবার একজন, বৃহস্পতিবার একজন, শুক্রবার একজন ও রবিবার আরো একজন করোনা আক্রান্ত রোগি শনাক্ত হয়। এ নিয়ে জেলার ১৩টি উজেলার মধ্যে ৭টি উপজেলায় ১৩ জন করোনা রোগি শনাক্ত হলো। এর মধ্যে ১০ জন পুরুষ, দুইজন মহিলা ও একজন শিশু। আক্রান্তদের মধ্যে সদর উপজেলায় নতুন এক শিশুসহ ৫ জন, নবাবগঞ্জে ৩ জন, ফুলবাড়ীতে একজন, পার্বতীপুরে একজন, বোচাগঞ্জে একজন, ঘোড়াঘাটে একজন ও কাহারোল উপজেলায় একজন।

ফেসবুকে লাইক দিন

তারিখ অনুযায়ী খবর

ডিসেম্বর ২০২৩
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« নভেম্বর    
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  
দুঃখিত! কপি/পেস্ট করা থেকে বিরত থাকুন।