• ঢাকা
  • শনিবার, ৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ২০শে এপ্রিল, ২০২৪ ইং
তথ্য অধিকার ও জেন্ডার বিষয়ক সচেতনতামূলক কর্মশালা অনুষ্ঠিত

খুলনা, ১০ চৈত্র (২৪ মার্চ):

তথ্য অধিকার, জলবায়ু পরিবর্তন, দুর্নীতি দমন ও জেন্ডার বিষয়ক সচেতনতামূলক কর্মশালা আজ (বুধবার) খুলনার ডুমুরিয়া উপজেলার ভান্ডারপাড়া ইউনিয়ন পরিষদে অনুষ্ঠিত হয়। স্থানীয় সরকার বিভাগের কার্যকর ও জবাবদিহিমূলক স্থানীয় সরকার প্রকল্পের (ইএএলজি) আওতায় অনুষ্ঠিত কর্মশালায় প্রধান অতিথি ছিলেন স্থানীয় সরকার খুলনার উপপরিচালক মোঃ ইকবাল হোসেন।

প্রধান অতিথি তাঁর বক্তৃতায় বলেন, বর্তমান সরকার সবকিছুতে স্বচ্ছতায় বিশ^াস করে। দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছে। সেজন্য তথ্য অধিকার আইন প্রণয়ন করেছে। স্বপ্রণোদিত হয়ে বিভিন্ন সরকারি অফিসের সেবা সংক্রান্ত তথ্য এবং উন্নয়ন প্রকল্পের বিস্তারিত তথ্য প্রকাশ করে। ফলে জনগণ সহজেই জানতে পারে তাদের ট্যাস্কের টাকা কোথায় ব্যয় হচ্ছে। তিনি তথ্য অধিকার আইন প্রয়োগের মাধ্যমে জনগণের ক্ষমতায়ন নিশ্চিত করার জন্য নারী পুরুষ নির্বিশেষে সবাইকে সচেতন হওয়ার আহবান জানান।

কর্মশালায় দুর্নীতি দমন বিষয়ে ডুমরিয়া উপজেলার নির্বাহী অফিসার মোঃ আব্দুল ওয়াদুদ, তথ্য অধিকার আইন বিষয়ে খুলনা আঞ্চলিক তথ্য অফিসের তথ্য অফিসার মোঃ মঈনউদ্দীন এবং জেন্ডার বিষয়ে ডুমুরিয়া উপজেলার মহিলা বিষয়ক কর্মকর্তা রীনা মজুমদার আলোচনা করেন। সভাপতিত্ব করেন ভান্ডারপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হিমাংশু বিশ^াস। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ইউএনডিপি খুলনার জেলা সমন্বয়ক মোঃ ইকবাল হাসান।

ফেসবুকে লাইক দিন

তারিখ অনুযায়ী খবর

এপ্রিল ২০২৪
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« মার্চ    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
দুঃখিত! কপি/পেস্ট করা থেকে বিরত থাকুন।