ফরিদপুর অফিস
ফরিদপুর ৩ আসনের স্বতন্ত্র ঈগল প্রতিকের প্রার্থী হা-মীম গ্রুপের কর্নধর এ. কে. আজাদের নির্বাচনী প্রচার প্রচারণায় মাঠ-ঘাট, ভোটারদের দারে দারে ঘুরে বেড়াচ্ছেন তারই সহধর্মীনি শায়মা আজাদ শাম্মি। রবিবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত নির্বাচনী আসনের পৌরসভার বিভিন্ন এলাকায় ভোটারদের দারে দারে গিয়ে ভোট চান। এসময় ঈগলকে জয়যুক্ত করে ফরিদপুরকে একটি সমৃদ্ধ নগরী গড়ে তোলার সুযোগ চান তিনি।
রবিবার সকালে পৌর এলাকার গুহলক্ষীপুর এলাকায়, এরপর টেপাখোলা হয়ে হাবিনি গোপালপুর এলাকায় ঈগল মার্কার লিফলেট হাতে তিনি ভোট চাইতে থাকেন। এদিকে বিকালে তিনি পৌর এলাকায় হরিসভা ও লালের মোড়িএলাকায় নির্বাচনী প্রচারণা চালান।
এসকল এলাকায় মিসেস আজাদ উপস্থিতিতে শত শত নারী পুরুষের আগমন ঘটে। ভোটারদের দরজায় মিসেস আজাদকে পেয়ে আনন্দে আপ্লুত হয়ে মনের নানা ভাব প্রকাশ করেন ভোটাররা।
সকাল থেকে নির্বাচনী প্রচারণা ও পথসভায় তার সাথে ছিলেন, শায়মা আজাদ শাম্মির ছোট বোন শায়লা ইসলাম, খালা মাসুদা বেগম বুলু, জেলা মহিলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক সৈয়দা নুসরাত রসুল তানিয়াসহ মহিলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ ও পরিবারের সদস্যবৃন্দ।
#রাশেদুল হাসান কাজল, ফরিদপুর।