পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে রাজশাহীর বাগমারা উপজেলা এবং ইউনিয়ন যুবলীগের নেতৃবৃন্দের মাঝে ঈদ উপহার হিসেবে একটি করে পাঞ্জাবী প্রদান করেছেন ভবানীগঞ্জ পৌর আওয়ামী লীগের সভাপতি ও মেয়র আব্দুল মালেক মন্ডল।
রবিবার (২৫ মে) বিকেল ৪টায় এ উপলক্ষে উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয় বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘর কমপ্লেক্সের সালেহা ইমারত মিলনায়তনে উপজেলা যুবলীগের সভাপতি আল মামুনের সভাপতিত্বে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ব্যক্তিগতভাবে উপজেলা এবং ১৬টি ইউনিয়ন ও ২টি পৌরসভার যুবলীগের সভাপতি ও সাধারণ সম্পাদকের হাতে ঈদ উপহার হিসেবে এই পাঞ্জাবী তুলে দেন মেয়র আব্দুল মালেক মন্ডল।
উপজেলা যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক শামীম মীরের সঞ্চালনায় এসময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ভবানীগঞ্জ পৌর আ’লীগের সাধারণ সম্পাদক আব্দুল জলিল মাস্টার, উপজেলা ভাইস চেয়ারম্যান মমতাজ আক্তার বেবী ও জেলা যুবলীগের সহ-সভাপতি আব্দুল মতিন। এ সময় উপজেলা, ইউনিয়ন ও পৌর যুবলীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।