ফরিদপুর শহরের পূর্ব খাবাসপুরে অবস্থিত শহীদ সালাহ্উদ্দীন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের জন্য পানি সরবরাহের ব্যবস্থা করেছে রোটারী ক্লাব অফ মেট্রোপলিটন ঢাকা। এই শিক্ষা প্রতিষ্ঠানের দেড়শতাধিক ছাত্র ছাত্রী এবং শিক্ষক শিক্ষিকা সকলের জন্য একটি মাত্র বাথরুম ছিল। কিন্তু তাতে কোনো পানি ব্যবহারের সু ব্যবস্থা ছিলনা। সোমবার বিদ্যালয়ে রোটারি ক্লাব অফ মেট্রোপলিটন ঢাকা এর আর্থিক সহযোগিতায় একটি টিউবওয়েল স্থাপন, মটোর,ট্যাঙ্কি, বেসিন এবং আনুষঙ্গিক উপকরণ স্থাপন করে বাথরুম ব্যবহারের উপযোগী করে দেয়া হয়। ফরিদপুরের নিঃস্বার্থ মানবিক সংগঠন ” হাত বাড়িয়ে দেই” – এর প্রতিষ্ঠাতা কবি আলীম আল রাজী – আজাদ এর সার্বিক ব্যবস্থাপনায় কাজটি সস্পন্ন করা হয়।এ সময় শহীদ সালাহ্উদ্দীন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোসলেমা খানমসহ অন্যান্য শিক্ষিকা গনও উপস্থিত ছিলেন।