• ঢাকা
  • বৃহস্পতিবার, ৪ঠা আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ, ১৯শে সেপ্টেম্বর, ২০২৪ ইং
সালথায় ক্যা‌বের সভাপ‌তি আ‌রিফুল, সম্পাদক টুটুল

সালথা প্র‌তি‌নি‌ধিঃ

ফ‌রিদপু‌রের সালথা উপ‌জেলায় কনজুমার এ‌সো‌সি‌য়েশন অব বাংলা‌দেশ ক্যাব এর উপ‌জেলা ক‌মি‌টির অনু‌মোদন দি‌য়ে‌ছে ফ‌রিদপুর জেলার ক্যাব এর সভাপ‌তি শেখ ফ‌য়েজ আহ‌মেদ, শ‌নিবার (২১শে ন‌ভেম্বর) ফ‌রিদপুর জেলা ক্যাব ক‌মি‌টির সভাপ‌তি সাক্ষ‌রিত এক চি‌ঠির মাধ্য‌মে নতুন এই কমি‌টির অনু‌মোদন ‌দেওয়া হয়। ক‌মি‌টির সভাপ‌তি নির্বা‌চিত হয়ে‌ছেন তরুন সাংবা‌দিক মোঃ আ‌রিফুল ইসলাম এবং সাধারন সম্পাদক মোঃ টুটুল শেখ।

ক‌মি‌টির অন্যান্য সদস্যরা হ‌লেন সহসভাপ‌তি সাইফুল ইসলাম মারুফ, সাংগঠ‌নিক সম্পাদক মাহবুব হো‌সেন, অর্থ সম্পাদক শ‌রিফুল হাসান, আইন বিষয়ক সম্পাদক মোঃ কামাল হো‌সেন, প্রাচার সম্পাদক কাজী এরশাদ, ক‌মি‌টির কার্য নির্বাহী ক‌মি‌টির সদস্যরা হ‌লেন, আবুল বাসার, আকাশ সাহা, মোঃ আকরাম আলী, মোঃ সোলাইমান, মোঃ রা‌কিবুল হাসান মোল্যা, মোঃ সোহাগ মীর, কামরুল ইসলাম, সাদ্দাম হো‌সেন।

সালথা উপ‌জেলার নব‌নির্বাচিত সভাপ‌তি মোঃ আ‌রিফুল ইসলাম ব‌লেন, ক্যাব ফ‌দিপুর জেলা ক‌মি‌টির সভাপ‌তি শেখ ফ‌য়েজ আহ‌মেদ ভাই সহ সকল সদস্য‌দের ধন্যবাদ জানাই আমা‌দের উপ‌জেলা ক‌মি‌টির অনু‌মোদন দেওয়ার জন্য। সালথা উপ‌জেলা ক‌মি‌টির একঝাক তরুন সদস্য সবসমই ভোক্তা‌দের অ‌ধিকার সম্পর্কে স‌চেতন থাক‌বে এবং ভোক্তা‌দের স‌চেতন করার পাশাপা‌শি তা‌দের স্বার্থ রক্ষায় কাজ ক‌রে যা‌বে।

ফেসবুকে লাইক দিন

তারিখ অনুযায়ী খবর

সেপ্টেম্বর ২০২৪
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« আগষ্ট    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
দুঃখিত! কপি/পেস্ট করা থেকে বিরত থাকুন।