২৪ জানুয়ারী ২০২১ ইং
সঞ্জিব দাস,গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধি:
বিএফইউজে-বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সাবেক সভাপতি আলতাফ মাহমুদের পঞ্চম মৃত্যুবার্ষিকী আজ।
২০১৬ সালের আজকের এই দিনে তিনি ইন্তেকাল করেন। আলতাফ মাহমুদের জন্ম ১৯৫৪ সালে পটুয়াখালীর গলাচিপার ডাকুয়া গ্রামে। তিনি পয়গাম পত্রিকার মাধ্যমে সাংবাদিকতা শুরু করেন। স্বাধীনতার পর তিনি দৈনিক স্বদেশ, দৈনিক কিষাণ ও দৈনিক খবরে বিভিন্ন পদে দায়িত্ব পালন করেন। সর্বশেষ দৈনিক ডেসটিনির নির্বাহী সম্পাদক ছিলেন আলতাফ মাহমুদ।
তিনি অবিভক্ত ঢাকা সাংবাদিক ইউনিয়নের (ডিইউজে) সাধারণ সম্পাদক ও পাঁচবার ডিইউজেতে সভাপতির দায়িত্ব পালন করেন।
রবিবার বিকালে গলাচিপা প্রেসক্লাবের সভাপতি সমিত কুমার দত্ত মলয় ও সাধারন সম্পাদক মুশফিকুর রহমান রিচার্ড বলেন, সাংবাদিক বান্ধব আলতাফ মাহমুদ সবসময় সাংবাদিকদের পাশে থেকে লড়াই করেছেন। সাংবাদিক নির্যাতন নিপীড়ন বন্ধের তিনি ছিলেন একজন সময়ের সাহসী যোদ্ধা।
তিনি আমাদের মাঝে বেচে থাকবেন অনন্তকাল। তার রুহের মাগফিরাত কামনার জন্য সাংবাদিক সহ দেশের সবার নিকট দোয়া চাওয়া হয়েছে।
আলতাফ মাহমুদের পঞ্চম মৃত্যুবার্ষিকী উপলক্ষে একই দিন গলাচিপা প্রেসক্লাবের আয়োজনে তার কবরে পুষ্পস্তবর অর্পণ ও দোয়া মাহফিল করা হয়েছে।
এসময়ে উপস্থিত ছিলেন গলাচিপা রিপোর্টার্স ক্লাবের সভাপতি সাজ্জাদ আহমেদ মাসুদ, সাধারন সম্পাদক রফিকুল ইসলাম রুবেল প্রমুখ।