মোঃ রমজান সিকদার,
ভাঙ্গা (ফরিদপুর) সংবাদদাতা-২৪/১২/২০২৪
ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় অবৈধ দুটি ইটভাটা গুঁড়িয়ে দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।মঙ্গলবার (২৪ ডিসেম্বর) দুপুরে
জেলা প্রশাসনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ইজাজুল হকের নেতৃত্বে ইটভাটায় এ ভ্রাম্যমাণ আদালত অভিযান পরিচালনা করেন।
মেসার্স হাওলাদার ব্রিকস, ইশ্বরদী পুলিয়া ও মেসার্স সি অ্যান্ড আর কোং (ব্রিক ফিল্ড); ব্রাহ্মণপাড়া, তারাইল নামের ভাটা দুটি বন্ধ করা হয়।
জানা গেছে, জেলা প্রশাসনের উদ্যোগে পরিবেশ অধিদফতর, ফরিদপুরের সহযোগিতায় জেলা প্রশাসনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ইজাজুল হকের নেতৃত্বে ইটভাটায় এ অভিযান পরিচালিত হয়। অভিযানে ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন, ২০১৩ (সংশোধিত-২০১৯) অনুযায়ী, ২টি ইটভাটা এস্কেভেটর দিয়ে উচ্ছেদ করা হয়। ফায়ার সার্ভিসের সহযোগিতায় পানি দিয়ে ইটভাটার আগুন নেভানোসহ কাঁচা ইট ধ্বংস করা হয়। এছাড়াও ইটভাটার কার্যক্রম সম্পূর্ণরূপে বন্ধ রাখার বিষয়ে কঠোর নির্দেশনা দেয়া হয়।
বিষয়টি নিয়ে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ইজাজুল হক জানান, ইটভাটা দুইটি কোনো নিয়ম-নীতির তোয়াক্কা না করেই লাইসেন্সবিহীনপরিচালিত হচ্ছিল। অবৈধ ইটভাটার বিরুদ্ধে জেলা প্রশাসনের এ অভিযান অব্যাহত থাকবে।
উল্লেখ্য মেসার্স হাওলাদার ব্রিকস এর আগেও ৩ লাখ টাকা জরিমানা দিয়েছিল। এরপরেও কাগজ পত্র নবায়ন না করে বিশেষ মহলকে ম্যানেজ করে দীর্ঘদিন যাবত এই অবৈধ ভাটা পরিচালনা করে আসছে। ভাটার মুল মালিক আপন দুই ভাই সরকারি চাকরি করার সুবাদে এতদিন ক্ষমতার অপব্যবহার করার অভিযোগ উঠেছে তাদের বিরুদ্ধে।