ছবি-কানাইপুর বাজারে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্হ দোকানঘর
মোঃ ইনামুল হাসান মাসুম: কানাইপুর ফরিদপুর সদর উপজেলার ব্যব – সায়িক কেন্দ্র কানাইপুর বাজারের মধ্যবর্তী অংশে জুতা পট্টির একটি দোকান ঘর থেকে আনুমানিক রাত ৯টা ২০ মিনিটের দিকে বৈদ্যু -তিক শর্ট সার্কিট থেকে ভয়াবহ আগুনের এ সূত্রপাত ঘটে। এতে কসমেটিকস, জুতার দোকান,হার্ডওয়্যার, চাউলের,ঔষধের, ইলেকট্রনিক্স,মুদি দোকানসহ প্রায় ২০ থেকে ২২ টি ব্যবসায়ীক প্রতিষ্ঠান আগুনে পুড়ে ভস্মীভূত হয়েছে।
ক্ষতির পরিমাণ আনুমানিক দেড় থেকে দুই কোটি টাকার সম্পদ ক্ষতিগ্রস্ত হয়েছে। বাজারে আগুন লাগার খবর পেয়ে ফরিদপুর সদর, মধুখালী, সালথা উপজেলার ফায়ার সার্ভিসের মোট পাঁচটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করেছে। ফায়ার সার্ভিস ও স্হানীয় জনগণের সহায়তায় রাত ১১.৩০ নাগাদ আগুন নিয়ন্ত্রণে আসে। আগুন লাগার খবর পাবার সাথে সাথে ফরিদপুরের পুলিশ সুপার মোঃ আলিমুজ্জামান বিপিএম, সদর ইউএনও মোঃ মাসুম রেজা, অতিরিক্ত পুলিশ সুপার মোঃ জামাল পাশা, ফায়ার সার্ভিসের এডি, কোতোয়ালি থানার ওসি, কানাইপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফকির মোঃ বেলায়েত হোসেনসহ বাজারের ব্যবসায়ী বৃন্দ ও স্থানীয় জনগণ উপস্থিত ছিলেন।