মনির মোল্যা, সালথা (ফরিদপুর) প্রতিনিধি:
বইমেলা ২০২২ উপলক্ষে লেখক ইসমাইল হোসেন ফরিদের তরুনদের উদ্দেশ্যে শিক্ষানীয় লেখা “এগিয়ে যাও বাঁধ ভেঙ্গে’ বইয়ের মোড়ক উন্মোচন করা হয়েছে।
২৪ ফেব্রুয়ারি বৃহস্পতিবার সন্ধ্যায় বাংলা একাডেমিতে বইটির মোড়ক উন্মোচন করা হয়েছে। বইটি বই মেলায় পাওয়া যাবে।
এসময় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, প্রাক্তন ডিস্ট্রিক্ট গভর্নর, আর আই ডি, সাংবাদিক, লেখক এস এ এম শওকত হোসেন, বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, বিশিষ্ট ব্যাবসায়ী বাংলাদেশ কটন অ্যাসোসিয়েশনের যুগ্ম সাধারণ সম্পাদক শিক্ষা অনুরাগী মোঃ ইদ্দিস আলী মোল্যা প্রমূখ।
লেখক ইসমাইল হোসেন ফরিদ ১৯৬৫ সালের ১লা জানুয়ারি ফরিদপুর জেলার সালথা উপজেলার ফুকরা গ্রামের সম্ভ্রান্ত এক মুশলিম পরিবারে জন্ম গ্রহন করেন। তার পিতা মরহুম খবির উদ্দীন মাতুব্বর ও মাতা মরিয়ম বেগম বর্তমানে আমেরিকা প্রবাসী। তার স্ত্রী মীর ইশরাত জাহান (এম.এ) পুত্র. মাহবুব মোর্শেদ রিফাত এবং কন্যা ফাতিমা তাসনীম রাইসা। ইসমাইল হোসেনের শিক্ষা জীবন কেটেছে পুরুরা সরকারী প্রাথমিক বিদ্যালয়, চাঁদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, ফুকরা সরকারি প্রাথমিক বিদ্যালয়, মহিম ইন্সটিটিউশন ফরিদপুর, সরকারি রাজেন্দ্র কলেজ ফরিদপুর। বর্তমানে তিনি ফরিদপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে সিনিয়র শিক্ষক হিসাবে কর্মরত রয়েছেন। বই লেখা তার একটি নেশা।
লেখক ইসমাইল হোসেন বলেন, তরুনদের উদ্যোগতা হিসাবে উদ্বুদ্ধ করতেই আমার এই বইটি লেখা। তারা যেন হতাশায় না ভুগে। প্রতিটি তরুণদের ভিতরে যেন এগিয়ে যাবার স্বপ্ন সঞ্চয় হয়। তার যেন একটি আলোকিত বাংলাদেশ গড়তে পারে।
২৪ ফেব্রুয়ারি ২০২২