• ঢাকা
  • শুক্রবার, ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ, ২৯শে মার্চ, ২০২৪ ইং
হোটেল-বেকারিতে অস্বাস্হ্যকর পরিবেশ থাকায় জরিমানা গুনলেন ৫ ব্যবসায়ি

বোয়ালমারী-আলফাডাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধিঃ ফরিদপুরের বোয়ালমারী উপজেলা সদরে বিভিন্ন হোটেল-রেস্তরা ও বেকারিতে অভিযান চালিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। এ সময় পাঁচটি ব্যবসা প্রতিষ্ঠানে মোট ১৩ হাজার টাকা জরিমানা করা হয়।

গতকাল রবিবার সন্ধ্যায় আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. রেজাউল করিম। এ সময় উপজেলা মৎস্য কর্মকর্তা রুহুল আমিন, ভোক্তা অধিকার সংরক্ষণ বিষয়ক সংগঠন ক্যাবের উপজেলা শাখার সভাপতি মহব্বত জান চৌধুরী, সাধারণ সম্পাদক মো. নুর ইসলাম প্রমুখ উপস্হিত ছিলেন।

আদালত সূত্রে জানা যায়, বোয়ালমারী পৌর শহরের প্রধান সড়কের শুকতারা হোটেল এন্ড সুইটসকে দুই হাজার, নিউ আপ্যায়ন হোটেল এন্ড মিষ্টান্ন ভান্ডারকে দুই হাজার, আদি শুকতারা হোটেল এন্ড রেস্টুরেন্টকে দুই হাজার, ওয়াপদা মোড়ের কলেজ ক্যাফেকে দুই হাজার এবং একই এলাকার মুন্নি ব্রেড এন্ড বিস্কুট ফ্যাক্টরিকে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়। অস্বাস্হ্যকর পরিবেশে খাবার তৈরি ও পরিবেশনের অভিযোগে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে এ জরিমানা করা হয়েছে।

ফেসবুকে লাইক দিন

তারিখ অনুযায়ী খবর

মার্চ ২০২৪
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« ফেব্রুয়ারি    
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  
দুঃখিত! কপি/পেস্ট করা থেকে বিরত থাকুন।