মাহবুব পিয়াল,ফরিদপুর প্রতিনিধিঃ ফরিদপুরে ইন্ডাস্টিয়ালিস্টস এন্ড বিজনেসমেন ওয়েল ফেয়ার ফাউন্ডেশন এর উদ্যোগে প্রাক বাজেট আলোচনা ও ইফতার মাহফিল অনুষ্টিত হয়েছে।রবিবার বিকেলে শহরের একটি রেষ্টুরেন্টে এই আলোচনা ও ইফতার অনুষ্টিত হয়।
ইন্ডাস্টিয়ালিস্টস এন্ড বিজনেসমেন ওয়েল ফেয়ার ফাউন্ডেশন ফরিদপুর জেলা শাখার সভাপতি শামিম আতাহারের সভাপতিত্বে প্রাক বাজেট আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে আগামী বাজেটের বিভিন্ন দিক তুলে ধরে বক্তব্য রাখেন বিশিষ্ট অর্থনীতিবিদ প্রফেসর মোঃ বেলাল হোসেন। ফাউন্ডেশনের জেলা শাখার সেক্রেটারী মোঃ জাহাঙ্গির হোসেনের সঞ্চালনায় প্রাক বাজেট আলোচনা সভায় পৌর কাউন্সিলর মোবারক খলিফা,শহরের বিশিষ্ট ব্যবসায়ী মোঃ ইউনুস সিকদার,মিজানুর রহমান খান, মোঃ আব্দুল হান্নান, আসাদুর রহমান বাবুল, শামসুল ইসলাম আল বরাটীসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।পরে ইফতার পুর্ব দেশ ও জাতীর কল্যান ও সমৃদ্ধি কামনা করে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন মাওলানা মোঃ বদরউদ্দিন আহম্মেদ।